
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় ‘পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে সিলেটে সাইক্লিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে ক্বিন ব্রিজের নিচে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসেন সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন।
সিলেট সাইকেলিং কমিউনিটির সহযোগিতায় ক্বিন ব্রিজ থেকে লাক্কাতুরা চা বাগান পর্যন্ত সাইক্লিং রেলি অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক অংশগ্রহণ করেন ও তার নেতৃত্বে সকালবেলা প্রাণবন্ত এই প্রতিযোগিতায় অংশ নেয় সিলেটের বিভিন্ন বয়সী তরুণ-তরুণী। নগরীর পথে প্রফুল্ল মুখে সাইকেল চালিয়ে তারা ফুটিয়ে তোলে উদ্যম, শৃঙ্খলা ও পরিবেশবান্ধব জীবনের বার্তা।
জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের উৎসাহিত করে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সৃজনশীল, সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়। জেলা প্রশাসন তারুণ্যের শক্তি, সুস্থতা ও প্রাণচাঞ্চল্যের বিকাশে সবসময় পাশে আছে।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিএনসিসি,রোভার স্কাউট, ভলেন্টিয়ার অফ বাংলাদেশ, সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিডি ক্লিন’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
Channel Jainta News 24 





















