
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে হাকিম চৌধুরীর সমর্থনে মশাল মিছিল
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট‑৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী’র সমর্থনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার অনেক স্থানে থেকে শতশত নেতা-কর্মী মশাল হাতে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সালুটিকর-গোয়াইনঘাট মহাসড়কে একত্রিত হন।
মিছিলে তারা, ‘মানব না হাকিম ছাড়া মানিনা, ‘লোকাল চাই, লোকাল চাই, লোকালে হাকিম ভাই’ ‘সিলেট-৪ আসনে ভাড়াটিয়ার ঠাঁই নাই ‘ ,‘আর নয় বিদেশী, এবারে স্বদেশী’ ইত্যাদি শ্লোগান দেন।
গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। স্থানীয়রা জানান, জনপ্রিয় রাজনীতিক ও তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতা হিসেবে অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে গণসমর্থন অর্জন করেছেন আব্দুল হাকিম চৌধুরী। মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার পক্ষে এ ধরনের কর্মসূচি এখন ক্রমেই জোরদার হয়েছে।
মনোনয়ন না পেয়েও আব্দুল হাকিম চৌধুরী বলেন- দল যে সিদ্ধান্ত দেবে, তা সম্মান করব। তবে তিনি মনে করেন, ‘এই আসনে জামায়াত বা বহিরাগত প্রার্থী দিয়ে মনোনয়ন দেওয়া হলে বিরোধীদল হিসেবে আমাদের শক্ত ভূমিকা রাখতে সমস্যা হবে’, এবং ভোটাররা চান এখানে ‘লোকাল’ তথা স্থানীয় নেতা।’
Channel Jainta News 24 























