
বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় পেঁয়াজ আটক করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)।
শুক্রবার সকাল ৮ঃ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুবাগ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রাকে করে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ,এবং বহনকারী টাটা পিকআপ জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
৫২ বিজিবির একটি সূত্র জানায়, আটক করা পেঁয়াজের বাজারমূল্য ৩ লক্ষ টাকার অধিক এসব পণ্য বাংলাদেশে অবৈধভাবে আমদানি করে স্থানীয় বাজারে বিক্রির চেষ্টা চলছিল। আটক পণ্য পরবর্তীতে শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সম্প্রতি সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় পেঁয়াজ পাচারের প্রবণতা বেড়েছে, যা স্থানীয় বাজারে প্রভাব ফেলছে।
Channel Jainta News 24 
























