
জৈন্তাপুর প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দরবস্ত ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম (মেম্বার), যুগ্ম আহ্বায়ক আব্দুল মুতলিব, ৪নং দরবস্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মইন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান ফাহাদ, উপজেলা যুবদল নেতা নুরুল হক ও শামীম আহমদ, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দরবস্ত বিএনপি নেতা আব্দুল হাফিজ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল মামুন।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এ দিনে সেনা ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির চলমান আন্দোলনকে সফল করতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে ৭ই নভেম্বরের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Channel Jainta News 24 






















