
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে কলেজ পরিদর্শন শেষে সিলেট নগরীর শামীমাবাদস্থ কলেজের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মুহাম্মদ মোমেনুল ইসলাম, হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো: আব্দুস সালাম, সহকারি পরিচালক মো. মাহবুবুল ইসলাম। এছাড়াও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন যোগ্য, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের মাধ্যমে আমরা এমন শিক্ষকেরই প্রস্তুতি নিশ্চিত করতে চাই। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু সনদ প্রদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কলেজসমূহে আধুনিক শিক্ষা পদ্ধতি, গবেষণামূলক কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় নানা পদক্ষেপ গ্রহণ করছে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি রোল মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Channel Jainta News 24 



















