
জাতীয়করণ আন্দোলনে নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সোহেলকে এক উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলার এক প্রেসক্লাব মিলনায়তনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতি (বিটিএ) সিলেট জেলার সভাপতি কুতুব উদ্দিন।
প্রধান মেহমান ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এখলাছুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি জ্যোতিষ মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: মনোয়ার হোসেন (সহকারী অধ্যাপক, জকিগঞ্জ ফাজিল মাদ্রাসা), মো: আহমদ হোসেন (সহকারী অধ্যাপক, বারহাল ডিগ্রি কলেজ), জামিল আহমদ (সুপার, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা), ফেরদৌস আলম (প্রধান শিক্ষক, জকিগঞ্জ কেজি গার্লস হাই স্কুল), শাহিন আহমদ (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়), মো: রফিকুল ইসলাম (সহকারী প্রধান শিক্ষক, জকিগঞ্জ গার্লস হাই স্কুল) প্রমুখ।
ছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মো: মহিউদ্দিন, মো: মহিবুল্লাহ আজাদ, মো: হাসানুর রশিদ, মো: খায়রুল ইসলাম, মো: হাবিবুল্লাহ বাহার, সহকারী শিক্ষক সোহেল রানা, রজত অধিকারী, সিরাজুল ইসলাম, সালেহ আহমদ, জাহাঙ্গীর আলম, সামিউল ইসলাম, মোজাম্মেল হক আজাদী, নূরুল হুদা, মোশাররফ হোসেন, জসিম উদ্দিন, ফয়জুল হক, সোহেল আহমদ, আইয়ুব আলী, ফদ্বলুর রহমান, ইসমাইল হোসেন ও আকিকুল ইসলাম।
বক্তারা বলেন, "সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সোহেল শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি শিক্ষক সমাজের অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর।" তাঁরা বলেন, "বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছে জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি বিজয়ের সূচনা ঘটিয়েছেন।"
বক্তারা আরও বলেন, “শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়া আদায়ের ঘোষণা প্রাথমিক বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু আন্দোলন এখানেই থেমে যাবে না, এটি জাতীয়করণ না হওয়া পর্যন্ত চলবে। কেন্দ্রীয় শিক্ষক নেতা দেলওয়ার হোসাইন আজিজির নেতৃত্বে এই আন্দোলন সফল হবেই।”
পুলিশের সাউন্ড গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, “শিক্ষক সমাজের শান্তিপূর্ণ আন্দোলনে এমন বর্বরতা গণতন্ত্রের পরিপন্থী।”
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষক রফিকুল ইসলাম সোহেল উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।