
সিলেট :জকিগঞ্জ উপজেলার সোনানন্দপুর গ্রামের খেলা–প্রেমিক তরুণ যুবক সাহেদ আহমদ (সাদূ) আর নেই। বুধবার(৫ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় হঠাৎ স্ট্রোক করে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম সাহেদ আহমদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন। প্রাণবন্ত ও অমায়িক স্বভাবের জন্য এলাকায় সকলের কাছে পরিচিত ছিলেন তিনি।
ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খেলার দাওয়াত দিয়ে পোস্ট করেছিলেন। কেউ ভাবতেই পারেনি—ঐ পোস্টের অল্প সময় পরই পরপারে পাড়ি জমাবেন তিনি।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর বিকাল ৪টা ৩০ মিনিটে তার নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
হঠাৎ এ মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Channel Jainta News 24 





















