ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৩:৫৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৪ পড়া হয়েছে
১৪

মা-বাবার আদর্শে সন্তানদের বড় হওয়া উচিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. জাকির হোসেন বলেছেন, মায়ের আদর্শে সন্তানদের বড় করা উচিত। ছোট বেলা থেকে পড়াশুনার বাইরে মা-বাবা মানবিক, গুনাবলির যে শিক্ষা দেন বড় হয়ে সন্তান সেই আদর্শে সু-শিক্ষায় শিক্ষিত হয়। সন্তানদের ভালো মানুষে হিসেবে গড়ে তুলতে মা-বাবার অবদান সবচেয়ে বেশি। সন্তানদের এমন স্বপ্ন দেখান যে স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না। বাস্তব সম্পন্ন স্বপ্ন দেখাতে হবে যাতে বড় হয়ে সে, মা-বাবার, দেশ ও সমাজের কাজে লাগে। তিনি আরও বলেন, জ্ঞান-বিজ্ঞানের জন্য প্রতিযোগিতা ভালো, তবে ইসলামি রীতি-নীতি অনুযায়ী শুভ প্রতিযোগিতায় অংশগ্রণ করা ভালো, অশুভ প্রতিযোগিতা থেকে সন্তানদের দূরে রাখবেন।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ড. তোফায়েল আহমদ বলেন, মায়েরা সন্তাদের বড় করতে সবচেয়ে বেশি কষ্ট করেন। দেশ ও জাতি গঠনে মায়েদের অবদান অনস্বীকার্য। এই এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে এই এলাকার কৃতী সন্তান, সমাজ সেবক গোলাম রব্বানী চৌধুরী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন বড় মনের মানুষ। তিনি মা-বাবার স্মৃতি ধরে রাখছেন সাথে সাথে তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি মেধাবৃত্তি পরীক্ষা সুন্দরভাবে পরিচালনা করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজ (শনিবার) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন ৫ম মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শনকালে বক্তারা এসব কথা বলেন।

পরিক্ষার হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া চৌধুরী, আবুল খায়ের চৌধুরী শাহিন, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি আবুল হাসনাত আলম, সাধাররণ সম্পাদক ফয়জুর রহমান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক জাহাঙ্গীর আলম সুহেল, মারুফ আহমদ, রুপন রুদ্র পাল, মিলাদুর রহমান, নাসিম আহমদ, সায়েম আহমদ, রুমানা হানিফা আক্তার, জাহাঙ্গীর হোসেন, বদরুল হক প্রমুখ। গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৫ম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করে বাঘা ইউনিয়ন কিন্ডার গার্টেন এসোসিয়েশন। ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩শতাধিক শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বাইরে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে হবে- ডা. শামীমুর রহমান

Follow for More!

গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ০৩:৫৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
১৪

মা-বাবার আদর্শে সন্তানদের বড় হওয়া উচিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. জাকির হোসেন বলেছেন, মায়ের আদর্শে সন্তানদের বড় করা উচিত। ছোট বেলা থেকে পড়াশুনার বাইরে মা-বাবা মানবিক, গুনাবলির যে শিক্ষা দেন বড় হয়ে সন্তান সেই আদর্শে সু-শিক্ষায় শিক্ষিত হয়। সন্তানদের ভালো মানুষে হিসেবে গড়ে তুলতে মা-বাবার অবদান সবচেয়ে বেশি। সন্তানদের এমন স্বপ্ন দেখান যে স্বপ্ন তাকে ঘুমাতে দেয় না। বাস্তব সম্পন্ন স্বপ্ন দেখাতে হবে যাতে বড় হয়ে সে, মা-বাবার, দেশ ও সমাজের কাজে লাগে। তিনি আরও বলেন, জ্ঞান-বিজ্ঞানের জন্য প্রতিযোগিতা ভালো, তবে ইসলামি রীতি-নীতি অনুযায়ী শুভ প্রতিযোগিতায় অংশগ্রণ করা ভালো, অশুভ প্রতিযোগিতা থেকে সন্তানদের দূরে রাখবেন।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ড. তোফায়েল আহমদ বলেন, মায়েরা সন্তাদের বড় করতে সবচেয়ে বেশি কষ্ট করেন। দেশ ও জাতি গঠনে মায়েদের অবদান অনস্বীকার্য। এই এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে এই এলাকার কৃতী সন্তান, সমাজ সেবক গোলাম রব্বানী চৌধুরী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন বড় মনের মানুষ। তিনি মা-বাবার স্মৃতি ধরে রাখছেন সাথে সাথে তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি মেধাবৃত্তি পরীক্ষা সুন্দরভাবে পরিচালনা করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজ (শনিবার) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন ৫ম মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শনকালে বক্তারা এসব কথা বলেন।

পরিক্ষার হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া চৌধুরী, আবুল খায়ের চৌধুরী শাহিন, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র সভাপতি আবুল হাসনাত আলম, সাধাররণ সম্পাদক ফয়জুর রহমান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক জাহাঙ্গীর আলম সুহেল, মারুফ আহমদ, রুপন রুদ্র পাল, মিলাদুর রহমান, নাসিম আহমদ, সায়েম আহমদ, রুমানা হানিফা আক্তার, জাহাঙ্গীর হোসেন, বদরুল হক প্রমুখ। গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৫ম মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করে বাঘা ইউনিয়ন কিন্ডার গার্টেন এসোসিয়েশন। ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩শতাধিক শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।