
সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সংলগ্ন তামাবিল মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে ভারতীয় কসমেটিক সহ একটি নোহা মাইক্রোবাস আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৬ই নভেম্বর) বেলা ১১:১৫ ঘটিকায় সেনাবাহিনীর তৎপর অভিযানে হরিপুর আর্মি চেকপোস্টে ২৭ বীর ইউনিটের একটি দল বিপুল পরিমাণ ভারতীয় ফেসওয়াশসহ একটি মাইক্রোবাস ( রেজি নং- ঢাকা মেট্রো -চ – ১১-৬২৭২) জব্দ করে।
এই দিন গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এফআইইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের আভিযানিক টিম এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
এ সময় হরিপুর থেকে সিলেটগামী মাইক্রোবাসটি চেকপোস্টে থামানোর সংকেত দিলে চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে গাড়ি তল্লাশি করে ২,৭৬৪ পিস ভারতীয় ‘POND’S Bright Beauty’ ফেসওয়াশ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৩,৮২,০০০ (তেরো লক্ষ বিরাশি হাজার) টাকা সমপরিমাণ।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, আটক মাইক্রোবাস ও জব্দকৃত মালামাল সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Channel Jainta News 24 





















