,বড়লেখা প্রতিনিধি:বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার দুপুরে জতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌরশহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, সিনিয়র সহ সভাপতি আব্দুল মালিক ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মীর মখলিছুর রহমান প্রমুখ।