
স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক ছালিক আহমদ চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য, নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু ভজন সরকার, সদস্য আব্দুল মুকিত চৌধুরী লাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুর রহমান মালিক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সরাজ মিয়া তালুকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মাখন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আব্দুল মান্নান, শেখ নুরুল ইসলাম, রফি মিয়া, ছায়েদ আহমেদ, কামাল উদ্দিন তালুকদার প্রমুখ।
এছাড়া নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন সৈনিক-জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
Channel Jainta News 24 























