
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:: জৈন্তাপুরের দরবস্ত আল-মনসূর মাদরাসার হিফয শাখার কৃতি ছাত্র হাফিজ হাবিবুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল আয়োজিত হিফযুল কুরআন প্রতিযোগিতায় ২০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন।
এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি তাঁর উস্তাদসহ পবিত্র ওমরাহ পালন ও মক্কা-মদিনা জিয়ারতের সুযোগ লাভ করেছেন। সৌদি এয়ারলাইন্সের আজ রাত ১টা ৫০ মিনিটের ফ্লাইটে তাঁরা পবিত্র ভূমির উদ্দেশ্যে রওয়ানা হবেন, ইনশাআল্লাহ।
হাফিয হাবিবুল্লাহর শ্রদ্ধাভাজন পিতা হাফিয এহসান উল্লাহ দরবস্ত আল-মনসূর মাদরাসার হিফয বিভাগের প্রধান শিক্ষক। ফলে তিনি একই সঙ্গে পুত্রের উস্তাদ ও গর্বিত পিতা হিসেবে ওমরাহ পালনের সৌভাগ্য অর্জন করছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে একই মাদরাসার ছাত্র হাফিয আব্দুল্লাহ আল মাহফুজ সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। জাতীয় ও স্থানীয় পর্যায়ের বহু প্রতিযোগিতায়ও আল-মনসূর মাদরাসার শিক্ষার্থীরা নিয়মিত কৃতিত্বের পরিচয় দিয়ে আসছেন।
আল-মনসূর মাদরাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী হাফিয হাবিবুল্লাহ ও তাঁর পিতা হাফিয এহসান উল্লাহর জন্য দোয়া চেয়েছেন, যেন তাঁরা মকবুল ওমরাহ পালনের তাওফিক লাভ করেন।
আল্লাহ তাআলা তাঁদের আমল কবুল করুন এবং দরবস্ত আল-মনসূর মাদরাসাকে ইলমে দ্বীনের এক খাঁটি মারকাজ হিসেবে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন।
Channel Jainta News 24 





















