ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই… মাওলানা উবায়দুল্লাহ ফারুক

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০২:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১৯ পড়া হয়েছে

Oplus_131072

১৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সিলেট ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, প্রখ্যাত আলেমে দ্বীন, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশের জনগণ একটি অস্থির সময় পার করছে। দীর্ঘ ২০ বছরের স্বৈরতন্ত্রের অবসান হলেও সামগ্রিক বিচারে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব এখনো নিরাপদ নয়। এমতাবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা ও সর্বক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনতার রায়ে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সে হিসেবে আসন্ন নির্বাচনে জনগনের সমর্থন পেলে সিলেট ৫ আসনের সামগ্রিক উন্নয়ন ও বঞ্চিত জনতার অধিকার প্রতিষ্টায় জীবনের শেষ সময়গুলো উৎসর্গ করতে চাই।

তিনি আজ সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জ- কানাইঘাটের আলেম- উলামা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন। সিলেট ৫ আসনে খেজুর গাছ মার্কার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় মাওলানা আবুল হোসাইন চতুলী ও মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেটের আলেম সমাজের অভিভাবক, প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী।

জমিয়ত সভাপতি আরো বলেন, নাগরিক অধিকার সুরক্ষা এবং শান্তিপ‚র্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি আদর্শ – শান্তিপ‚র্ণ ও নাগরিক অধিকার সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বী সহ সকলের উম্মুক্ত মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করতে চাই ।তিনি প্রতিশোধ পরায়ণতা , চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ,গুম-খুন ও অস্ত্রের ঝনঝনানী বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি চর্চা নিশ্চিত করণে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন। মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ক্ষমতার অপব্যবহার করে কাউকে মামলা মোকদ্দমায় জড়িয়ে অহেতুক হয়রানি না করার পরিবেশ তৈরি করতে আমি বদ্ধপরিকর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, মহান আল্লাহর দয়ায় আর আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়ন,

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, কৃষি খাতে উন্নয়ন সহ দুর্নীতি মুক্ত উন্নয়নশীল জকিগঞ্জ কানাইঘাট উপহার দিতে আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সিলেটে অবস্থানরত জকিগঞ্জ- কানাইঘাটের বিপুল সংখ্যক পেশাজীবি, আলেম-উলামা ও সুধী জনের উপস্থিতিতে সভায় গুরুত্বপ‚র্ণ মতামত তুলে ধরেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এম এ মতীন চৌধুরী, উইমেন্স মেডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ বাবলু, আব্দুল আজিজ হারুন চেয়ারম্যান, সাবেক এডিসি ইয়াহিয়া আহমেদ,আল মানার হাসপাতালের ডিরেক্টর জয়নুল আবেদীন, , শিক্ষাবিদ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন,জনাব সাইফুল্রাহ খালেদ, ইঞ্জিনিয়ার ফারুক আহমদ।

অুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট দরগাহ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, পীরে কামিল মাওলানা শফিকুল হক সুরইগাটী, খতীব উবায়দুল হক সাহেবের সন্তান মাওলানা আতাউল হক জালালাবাদী, আজাদ দ্বীনি এদারার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইউসুফ খাদিমানী, বিশিষ্ট আলেম মুফতি সিদ্দিক আহমদ চিশতি, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মুফতি সিদ্দিক আহমেদ চিশতি, মাওলানা ক্বারী হারুনুর রশিদ,মুফতি এবাদুর রহমান, মাওলানা নুর আহমদ ক্বাসিমী, মাওলানা সদরুল আমিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী , মাওলানা আব্দুর রহমান নাদিম, মাওলানা খলীলুল্লাহ মাহবুব, মাওলানা শামীম আহমদ, হাফিজ জামিল আহমদ, আবু হানিফ সাদী প্রমুখ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির বাইরে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে হবে- ডা. শামীমুর রহমান

Follow for More!

সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই… মাওলানা উবায়দুল্লাহ ফারুক

প্রকাশিত: ০২:৪১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
১৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, সিলেট ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, প্রখ্যাত আলেমে দ্বীন, বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশের জনগণ একটি অস্থির সময় পার করছে। দীর্ঘ ২০ বছরের স্বৈরতন্ত্রের অবসান হলেও সামগ্রিক বিচারে দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব এখনো নিরাপদ নয়। এমতাবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা ও সর্বক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনতার রায়ে নির্বাচিত সরকারের বিকল্প নেই। সে হিসেবে আসন্ন নির্বাচনে জনগনের সমর্থন পেলে সিলেট ৫ আসনের সামগ্রিক উন্নয়ন ও বঞ্চিত জনতার অধিকার প্রতিষ্টায় জীবনের শেষ সময়গুলো উৎসর্গ করতে চাই।

তিনি আজ সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জ- কানাইঘাটের আলেম- উলামা ও সুধীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন। সিলেট ৫ আসনে খেজুর গাছ মার্কার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় মাওলানা আবুল হোসাইন চতুলী ও মাওলানা রায়হান উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেটের আলেম সমাজের অভিভাবক, প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরী।

জমিয়ত সভাপতি আরো বলেন, নাগরিক অধিকার সুরক্ষা এবং শান্তিপ‚র্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি আদর্শ – শান্তিপ‚র্ণ ও নাগরিক অধিকার সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বী সহ সকলের উম্মুক্ত মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে জকিগঞ্জ কানাইঘাটের উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ করতে চাই ।তিনি প্রতিশোধ পরায়ণতা , চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ,গুম-খুন ও অস্ত্রের ঝনঝনানী বন্ধ করে সুস্থ ধারার রাজনীতি চর্চা নিশ্চিত করণে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন। মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, ক্ষমতার অপব্যবহার করে কাউকে মামলা মোকদ্দমায় জড়িয়ে অহেতুক হয়রানি না করার পরিবেশ তৈরি করতে আমি বদ্ধপরিকর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, মহান আল্লাহর দয়ায় আর আপনাদের আন্তরিক সহযোগিতায় আমি নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়ন,

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, কৃষি খাতে উন্নয়ন সহ দুর্নীতি মুক্ত উন্নয়নশীল জকিগঞ্জ কানাইঘাট উপহার দিতে আপ্রাণ চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সিলেটে অবস্থানরত জকিগঞ্জ- কানাইঘাটের বিপুল সংখ্যক পেশাজীবি, আলেম-উলামা ও সুধী জনের উপস্থিতিতে সভায় গুরুত্বপ‚র্ণ মতামত তুলে ধরেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এম এ মতীন চৌধুরী, উইমেন্স মেডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ বাবলু, আব্দুল আজিজ হারুন চেয়ারম্যান, সাবেক এডিসি ইয়াহিয়া আহমেদ,আল মানার হাসপাতালের ডিরেক্টর জয়নুল আবেদীন, , শিক্ষাবিদ আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন,জনাব সাইফুল্রাহ খালেদ, ইঞ্জিনিয়ার ফারুক আহমদ।

অুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট দরগাহ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, পীরে কামিল মাওলানা শফিকুল হক সুরইগাটী, খতীব উবায়দুল হক সাহেবের সন্তান মাওলানা আতাউল হক জালালাবাদী, আজাদ দ্বীনি এদারার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইউসুফ খাদিমানী, বিশিষ্ট আলেম মুফতি সিদ্দিক আহমদ চিশতি, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মুফতি সিদ্দিক আহমেদ চিশতি, মাওলানা ক্বারী হারুনুর রশিদ,মুফতি এবাদুর রহমান, মাওলানা নুর আহমদ ক্বাসিমী, মাওলানা সদরুল আমিন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী , মাওলানা আব্দুর রহমান নাদিম, মাওলানা খলীলুল্লাহ মাহবুব, মাওলানা শামীম আহমদ, হাফিজ জামিল আহমদ, আবু হানিফ সাদী প্রমুখ।