
বিয়ানীবাজার থানা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টায় পুলিশ সুপারের হলরুমে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামানের পরিচালায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বিয়ানীবাজার উপজেলা সভাপতি শায়েখ মুফতী আব্দুল কারীম হাক্কানী-আল-হানাফী, উপজেলা বিএনপির সভাপতি এড. আহমদ রেজা, সেক্রেটারী সরওয়ার হোসাইন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারী হোসাইন আহমদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারী আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মাওলানা জমির হোসাইন, সেক্রেটারী সাদুজ্জামান, বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ হীল বাকি, জাতীয় ইমাম সমিতির উপজেলা সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, উপজেলা ইমাম সমিতির সেক্রেটারী মাওলানা আবুল কাশিম হাবিবি, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আহমদ ফয়ছল, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, লাউতা ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসাইন, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলো হলো- বিয়ানীবাজার উপজেলায় কিশোর গ্যাং নিষিদ্ধ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, লাইসেন্সবিহীন মোটরযান নিষিদ্ধ করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন রাখা, মাদক ব্যবসা নিষিদ্ধ করা, মাদক সেবনকারীদের গ্রেফতার করা, যারা নিজ হাতে আইন তুলে নিয়ে মব সৃষ্টি করবে তাদের গ্রেফতার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ দখলদার ও চাঁদাবাজদের গ্রেফতার করা, বিয়ানীবাজার ক্রাইম রিপোর্ট নামক ফেইক আইডি বন্ধ করে পরিচালনাকারীদের দ্রুত গ্রেফতার, সাবেক সরকারের যারা চিহ্নিত সন্ত্রাসী এবং ফেইসবুকে সন্ত্রাস সৃষ্টিকারীদের গ্রেফতার করা, মুসলিম নাবালিকা মেয়ে হিন্দু ধর্ষনকারী সন্দিপ পালকে গ্রেফতার, যানজট নিরসনে আইনানুগ ব্যবস্থা গ্রহন, রেমিট্যান্স যোদ্ধা তিলাপাড়া নিবাসীকে বিগত সপ্তাহে হেনস্থাকারীদের গ্রেফতার করতে হবে। বক্তারা উপরোক্ত সিন্ধান্তগুলো বাস্তাবায়নের জন্য প্রশাসন সহ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানান।
Channel Jainta News 24 





















