ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০২:৪৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৩৫ পড়া হয়েছে
১৫

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় সভা। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় এ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিলেটের সহকারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন এবং পরিচালনা করেন সিলেট আরবান কর্মসূচির সংগঠক আরিফ আহমদ।

 

সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবেদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. জিলানী ও দরবস্ত ইউপির সদস্য আব্দুর রকিব।

 

সভায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক জহিরুল ইসলাম স্বাগত বক্তব্যে এক্সেলারেটেড এডুকেশন মডেলের উদ্দেশ্য ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময় ১৮ মাস ধরে দেশের সব স্কুল বন্ধ থাকায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি ইএমডিসি প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ১০ মাস মেয়াদী এক্সেলারেটেড শিক্ষা মডেল চালু করে।

 

এই মডেলে প্রথম ৪ মাসে শিক্ষার্থীরা ক্যাচ-আপ পর্যায়ে পূর্বের ঘাটতি পূরণ করে এবং পরবর্তী ৬ মাসে নির্দিষ্ট শ্রেণিভিত্তিক পাঠ্যক্রমে অংশ নেয়। এতে শিক্ষার্থীরা আবারও আনুষ্ঠানিক স্কুলে ফিরে যেতে সক্ষম হচ্ছে।

 

বর্তমানে প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে। ইতিমধ্যে ১ হাজার ৯৫০টি ব্র্যাক স্কুল থেকে প্রায় ৪৮ হাজার ৭৫০ শিক্ষার্থী শিক্ষা সম্পন্ন করেছে। আরও ১ হাজার ২০০টি স্কুলে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের মেয়াদ শেষে ৫ হাজার ৯০০টি এককক্ষবিশিষ্ট স্কুলে ১ লাখ ৪৭ হাজার ৫০০ শিক্ষার্থী এই মডেলের আওতায় শিক্ষা লাভ করবে।

 

জৈন্তাপুর উপজেলায় বর্তমানে ৩৪টি স্কুলে ৮৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে খান চা-বাগান, হাবিব নগর চা-বাগান ও লালাখাল চা-বাগানে দুটি করে স্কুল পরিচালিত হচ্ছে।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

জৈন্তাপুরে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:৪৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
১৫

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়ন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় সভা। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় এ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিলেটের সহকারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন এবং পরিচালনা করেন সিলেট আরবান কর্মসূচির সংগঠক আরিফ আহমদ।

 

সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবেদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. জিলানী ও দরবস্ত ইউপির সদস্য আব্দুর রকিব।

 

সভায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক জহিরুল ইসলাম স্বাগত বক্তব্যে এক্সেলারেটেড এডুকেশন মডেলের উদ্দেশ্য ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারির সময় ১৮ মাস ধরে দেশের সব স্কুল বন্ধ থাকায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। এ পরিস্থিতিতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি ইএমডিসি প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ১০ মাস মেয়াদী এক্সেলারেটেড শিক্ষা মডেল চালু করে।

 

এই মডেলে প্রথম ৪ মাসে শিক্ষার্থীরা ক্যাচ-আপ পর্যায়ে পূর্বের ঘাটতি পূরণ করে এবং পরবর্তী ৬ মাসে নির্দিষ্ট শ্রেণিভিত্তিক পাঠ্যক্রমে অংশ নেয়। এতে শিক্ষার্থীরা আবারও আনুষ্ঠানিক স্কুলে ফিরে যেতে সক্ষম হচ্ছে।

 

বর্তমানে প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে। ইতিমধ্যে ১ হাজার ৯৫০টি ব্র্যাক স্কুল থেকে প্রায় ৪৮ হাজার ৭৫০ শিক্ষার্থী শিক্ষা সম্পন্ন করেছে। আরও ১ হাজার ২০০টি স্কুলে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের মেয়াদ শেষে ৫ হাজার ৯০০টি এককক্ষবিশিষ্ট স্কুলে ১ লাখ ৪৭ হাজার ৫০০ শিক্ষার্থী এই মডেলের আওতায় শিক্ষা লাভ করবে।

 

জৈন্তাপুর উপজেলায় বর্তমানে ৩৪টি স্কুলে ৮৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে খান চা-বাগান, হাবিব নগর চা-বাগান ও লালাখাল চা-বাগানে দুটি করে স্কুল পরিচালিত হচ্ছে।