ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের লাখাইয়ে: ৩ বছরেও মেরামত হয়নি কালভার্ট, হোসেনপুর গ্রামের একমাত্র রাস্তাটির বেহাল দশা ! 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০১:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৬ পড়া হয়েছে

Oplus_131072

২৩

পারভেজ হাসান লাখাই: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৫ নং করাব ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হোসেনপুর গ্রামের একমাত্র রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় তিন বছর আগে ভেঙে যাওয়া একটি মাত্র কালভার্ট এখনো মেরামত করা হয়নি। কালভার্টটির এমন নাজুক অবস্থা যে, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বর্তমানে কালভার্টটির উপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল চলছে। ভাঙা অংশটুকুতে দুটি স্টিলের পাত বসানো হয়েছে, যার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে টমটমসহ অন্যান্য ভারি যানবাহন।

স্থানীয়রা জানান, “প্রায় তিন বছর আগে এটি ভেঙেছে। আমরা ভয়ে ভয়ে পথ চলি। যেকোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে।”

গ্রামের একমাত্র রাস্তাটিও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা। এ সময় পায়ে হেঁটেও চলাচল করা দুঃসাধ্য হয়ে ওঠে। গ্রামের সাধারণ মানুষজনের যাতায়াতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

 

হোসেনপুর গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তাটির বেহাল দশার কারণে শিক্ষক যারা দূর থেকে আসেন, তাদের বিদ্যালয়ে যাতায়াত করতে অত্যন্ত কষ্ট হয়। গ্রাম থেকে শহর বা অন্য কোনো স্থানে যাওয়ার এটিই একমাত্র পথ।

 

গ্রামের মানুষজন এই রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং ভেঙে যাওয়া কালভার্টটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন। জানা যায়, রাস্তাটি পাকাকরণের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদনও করেছেন।

স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে ভাঙা কালভার্টটি পুনর্নির্মাণ ও গ্রামের একমাত্র সড়কটি পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Follow for More!

হবিগঞ্জের লাখাইয়ে: ৩ বছরেও মেরামত হয়নি কালভার্ট, হোসেনপুর গ্রামের একমাত্র রাস্তাটির বেহাল দশা ! 

প্রকাশিত: ০১:০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
২৩

পারভেজ হাসান লাখাই: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ৫ নং করাব ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হোসেনপুর গ্রামের একমাত্র রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় তিন বছর আগে ভেঙে যাওয়া একটি মাত্র কালভার্ট এখনো মেরামত করা হয়নি। কালভার্টটির এমন নাজুক অবস্থা যে, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বর্তমানে কালভার্টটির উপর দিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল চলছে। ভাঙা অংশটুকুতে দুটি স্টিলের পাত বসানো হয়েছে, যার উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে টমটমসহ অন্যান্য ভারি যানবাহন।

স্থানীয়রা জানান, “প্রায় তিন বছর আগে এটি ভেঙেছে। আমরা ভয়ে ভয়ে পথ চলি। যেকোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে।”

গ্রামের একমাত্র রাস্তাটিও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার হয়ে যায় পুরো রাস্তা। এ সময় পায়ে হেঁটেও চলাচল করা দুঃসাধ্য হয়ে ওঠে। গ্রামের সাধারণ মানুষজনের যাতায়াতে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

 

হোসেনপুর গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাস্তাটির বেহাল দশার কারণে শিক্ষক যারা দূর থেকে আসেন, তাদের বিদ্যালয়ে যাতায়াত করতে অত্যন্ত কষ্ট হয়। গ্রাম থেকে শহর বা অন্য কোনো স্থানে যাওয়ার এটিই একমাত্র পথ।

 

গ্রামের মানুষজন এই রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং ভেঙে যাওয়া কালভার্টটি সংস্কারের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন। জানা যায়, রাস্তাটি পাকাকরণের জন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদনও করেছেন।

স্থানীয় বাসিন্দারা জরুরি ভিত্তিতে ভাঙা কালভার্টটি পুনর্নির্মাণ ও গ্রামের একমাত্র সড়কটি পাকাকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।