
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগেই পদত্যাগ করেছেন বিএনপিপন্থি চারজন নির্বাচন কমিশনার। রোববার (২ নভেম্বর) তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
পদত্যাগকারী চার শিক্ষক হলেন- গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।
পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করেছেন তারা। অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, “হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।” একইভাবে অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, “আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। কারণটি পদত্যাগপত্রে উল্লেখ আছে, সেটি ব্যক্তিগত।”
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১-এর সামনে উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির শাকসু নির্বাচনের লক্ষ্যে ১৩ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করেন।
Channel Jainta News 24 





















