
বাংলাদেশের মানুষ স্বাধীনতার ৫৪ বছর পরও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ক্ষমতাসীনরা শাসনের নামে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করেছে এমন অভিযোগ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেছেন,আমার লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই সংসদে গিয়ে।
তিনি বলেন,জুলাই-আগস্ট বিপ্লবের পর জনগণ একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ‘জুলাই সনদ’ ও ‘পিয়ার পদ্ধতি’ নামের প্রহসনের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। আমরা এসব ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিলেট কোর্ট পয়েন্টে খেজুর গাছ প্রতীকের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পূর্ব মুহূর্তে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রিন্সিপাল মাহমুদুল হাসান পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট খায়রুল হোসেন, জেলা উত্তর সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, দক্ষিণ সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মহানগর সহ-সভাপতি মাওলানা মুখতার আহমদ, হাফিজ আব্দুল্লাহ, আলহাজ্ব শফি উদ্দিন আহমদ, মাওলানা সদরুল আমিন, মাওলানা আব্দুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, শাহপরান থানা সভাপতি মাওলানা মোস্তফা কামাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, শালিস ব্যক্তিত্ব সেলিম আহমদ চৌধুরী, মাওলানা ইব্রাহিম সালুটিকরী, মাওলানা মাহদী হাসান, মাওলানা শামিম আহমদ, মাওলানা অলি উল্লাহ, মাওলানা ফয়জুল বারী, যুবনেতা মাওলানা কবির আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা আবু সুফিয়ান, হাফিজ আব্দুল করিম দিলদার, ফয়জুল হাসান খান, আব্দুল হাসিব খান, মুফতি সিরাজুল ইসলাম, রেজওয়ান আহমদ চৌধুরী, খলিলুল্লাহ মাহবুব, এম বশির আলী, ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন, কাওছার আহমদ, জামিল আহমদ, আবু হানিফ, আবু তালহা তোফায়েল, মাহমুদুল হাসান, মারুফ হাসান, জুবায়ের আহমদ, ইমাম উদ্দিন, দিলদার হোসাইন, জিয়া উদ্দিন, নুরুল ইসলাম, শাকির আলী, মীর আইনুল ও খোবায়েব প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নোয়া সড়ক মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী।বিজ্ঞপ্তি।
Channel Jainta News 24 






















