পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:
লাখাই উপজেলার শিক্ষাব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শিক্ষক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫ খ্রি.) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষ আলোকিত করে এই সভা আয়োজন করে উপজেলা প্রশাসন, লাখাই। সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় সংগঠন ‘ইউনাইটেড ফর লাখাই’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব জালাল আহমেদ (সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদাসম্পন্ন)। তিনি তাঁর প্রাণবন্ত বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে এক ত্রি-মাত্রিক প্রচেষ্টার ওপর জোর দেন— যেখানে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত এবং আন্তরিক ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, “শিক্ষার আধুনিকায়ন এবং গুণগত মান নিশ্চিত করাই হলো আমাদের আগামী প্রজন্মের জন্য মজবুত ভিত্তি তৈরি করা। লাখাইয়ের শিক্ষাব্যবস্থার উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদানে আমি বদ্ধপরিকর।”
সভাপতির আসন অলংকৃত করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার জনাব অনুপম দাস অনুপ। তিনি শিক্ষার সুষ্ঠু ও উদ্দীপনামূলক পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন।
জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজনিন তাঁর বক্তব্যে গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত নিবিড় মনিটরিং এবং শিক্ষকদের জন্য মানসম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেন।
লাখাই প্রেসক্লাবের সভাপতি, এডভোকেট আলি নেওয়াজ, সরাসরি তার বক্তব্যে লাখাই উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন এবং শিক্ষার সার্বিক দিক নিয়ে গঠনমূলক আলোচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানান।
লাখাই থানা ওসি বন্দে আলী শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন এবং শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিতে পুলিশের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
প্রফেসর হামজা মাহমুদ (অধ্যক্ষ, লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ) এবং মোহাম্মদ রফিক আলী (অধ্যক্ষ, মনতৈল মডেল কলেজ) উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানের সাফল্য এবং বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার ভিতকে আরও মজবুত করতে বাস্তবসম্মত কৌশল ও তদারকির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক পারভেজ হাসান সহ সকল উচ্চ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। তারা তাদের নিজ নিজ বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনার চিত্র প্রধান অতিথি ও সভাপতির সামনে বিশদভাবে তুলে ধরেন।
বক্তারা সকলেই ঐক্যমত পোষণ করেন যে, পারস্পরিক সহযোগিতা, শিক্ষকদের পেশাগত আন্তরিক প্রচেষ্টা এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার লাখাইয়ের শিক্ষাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। এই মতবিনিময় সভাটি শিক্ষার উন্নয়নে একটি নতুন যাত্রার সূচনা করবে বলে সকলে আশা প্রকাশ করেন।