
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ আখড়া মন্দিরে মন্দির কমিটির উদ্যোগে এক অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১ নভেম্বর) দুপুরে মন্দিরে এই সভার আয়োজন করা হয়।
মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট কিশোর কুমার কর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, ঐক্য ফ্রন্টের জেলা যুগ্ম আহ্বায়ক শীবব্রত ভৌমিক চন্দন, পূজা উদযাপন পরিষদের সভাপতি মলয় পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকটে বিজয় কৃষ্ণ বিশ্বাস, ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক কৃপেশ পাল, ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রাজিব কুমার দেব রাজু, পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস, ঝলক আচার্য্য, মলয় ধর, উজ্জল চন্দ, সমর কুমার দাস, জিডি রুনু, রাজ কুমার পাল রাজু, বিরেশ দেবনাথ, নান্টু সিংহ, অরবিন্দু দাস গুপ্ত বিভু, পান্না লাল রায়, দীপংকর দাস, নিখিল মালাকার, ভৈরব দেবনাথ, সুব্রত দেব, হারাধন দেব প্রবাস, দ্বীপক কুমার দাস, এডভোকেট বিপ্লব চক্রবর্তী, টিটন মল্লিক, এডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন প্রমুখ।
সভায় বক্তারা সভায় মন্দিরের উন্নয়ন কাজ এবং বিগ্রহ পুনঃস্থাপন এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা চলাকালে রাহুল দেবনাথের নেতৃত্বে তার পিতা, কাকা ও সহযোগীরা অস্ত্রসস্ত্র নিয়ে সভায় নেতৃবৃন্দের উপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এসময় রাজিব দে রাজু, মলয় পুরকায়স্থসহ কয়েকজন আহত হন।
ঘটনাস্থলে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সভা পুনরায় শুরু হয় এবং আগামী কার্তিক মাসের মধ্যে বিগ্রহ পুনঃস্থাপন ও পূজা-অর্চনা শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ হামলায় ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি নেতৃবৃন্দ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ শাস্তির দাবি জানান।
Channel Jainta News 24 





















