
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র উইমেন এমপাওয়ারমেন্ট প্রজেক্ট এর আওতায় সেলাই প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের সনদ বিতরণ ও ৪র্থ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার বিকাল ৪টায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর সহ সভাপতি এম এ নাসির সুজা’র সভাপতিত্বে ও ট্রেজারার আলী আহসান হাবীব এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জিএসসি ইউকে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত চেয়ারপার্সন সালেহ আহমেদ, ৪র্থ ব্যাচের উদ্বোধক ও বিশেষ অতিথি জিএসসি ইউকে সদস্য ও সিনিয়র শিক্ষক শামসুন নাহার আহমেদ,লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি লেকচারার ও হেড অব ডিপার্টমেন্ট সুমাইয়া ফাবিহা আহমেদ।
জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টার এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, সিলেট জজ কোর্টের এ পি পি এডভোকেট জোহরা জেসমিন, সাংগঠনিক সম্পাদক জাতীয় পুরস্কারপ্রাপ্ত মো: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ সাগর, যুব বিষয়ক সম্পাদক, আমিন তাহমিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকশানা আহমেদ পলি, কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ, আশরা সিদ্দিকী,নেছার আহমেদ জামাল, প্রশিক্ষক, উম্মে সানজিদা, লিপি খান,ডা: জসিম উদ্দিন, কয়ছর আহমেদ কাওসার, মো: আতাউর রহমান, মোতায়াল্লী উমদার পাড়া জামে মসজিদ, সাধারণ সম্পাদক মো: আব্দুর রুপ।পবিত্র কোরআন
তেলওয়াত করেন তাজরিয়ান ইসলাম। উক্ষ সনদ বিতরণ অনুস্টানে ৩য় ব্যাচের ৩০ জন প্রশিক্ষণার্থী ও ৪র্থ ব্যাচের ৩০ জন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
Channel Jainta News 24 





















