
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আয়োজনে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ৩১ দফা” শীর্ষক এক মাঠ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে ভীমখালী বাজারে আয়োজিত এ সেমিনারে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভাবনা ও তা প্রচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সেমিনারে ওয়ার্ড পর্যায়ের কৃষক, শ্রমিক, মহিলা প্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, মৎস্যজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভীমখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রইছ আলী তালুকদার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের সাবেক সংসদ সদস্য নজির হোসেনের সহধর্মিণী ও জেলা বিএনপির নেত্রী সালমা নজির।
বক্তৃতায় সালমা নজির বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটের প্রতিযোগিতা নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর আন্দোলন। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী,
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল করিম হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান জুনায়েদ, ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য মতিউর রহমান, সেলিম জায়গীরদার, মদরিছ মিয়া চৌধুরী, মবসুর আলী, সমাজসেবক হুসাইন আহমেদ বিপ্লব ও আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, “বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহিতামূলক হবে।”
অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি সালমা নজির ভীমখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি আমগাছ রোপণ করেন, যা পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন প্রতিশ্রুতির প্রতীক হিসেবে বিবেচিত হয়।
Channel Jainta News 24 























