কোম্পানীগঞ্জ সিলেট প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন সহকারি কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন পলাশ তালুকদার। তিনি প্রশাসন ক্যাডারের ৪০তম বিসিএস কর্মকর্তা। গত বৃহস্পতিবার ৩০ (অক্টোবর) তিনি
নতুন কর্মস্থল কোম্পানীগঞ্জে যোগদান করেন। তিনি বিদায়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুল হাসনাত এর স্থলাভিসিক্ত হয়েছেন।
এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পলাশ তালুকদারের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে।
নব যোগদানকৃত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলাশ তালুকদার আগামী দিনগুলোতে উপজেলায় তাঁর দায়িত্ব পালনে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।