ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতাতে এগিয়ে আসতে হবে—–কবিরুজ্জামান ইয়াকুব

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৮:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৪ পড়া হয়েছে
১৮

ইয়াকুব রাজিয়া ট্রাস্টের পক্ষ থেকে দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে মেধাবৃত্তি প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়াকুব রাজিয়া ট্রাস্টের পরিচালক কবিরুজ্জামান ইয়াকুব। তিনি বলেন, বর্তমান বিশ^ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত এ বিশে^ নিজেকে মানিয়ে নিতে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জনের এ যাত্রায় একাডেমিক শিক্ষা কেবল শুরু, এরপর পুরো পৃথিবীকেই শিক্ষা অর্জনের ক্ষেত্রে পরিণত করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় ভালো ফলাফল নয়, এর পাশাপাশি ভালো মানুষ হতে হবে। নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতাতেও এগিয়ে আসতে হবে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনহার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ। প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পড়াশোনায় অগ্রগতি আনতে এই মেধা বৃত্তি অনুপ্রেরণা জোগাবে। তিনি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আগামী দিনে চ্যালেঞ্জ মেধা ও দৃঢ়তা দিয়ে জয় করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন এবং ফারজানা আক্তার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাদিরা আহমদ লতিফ এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.এইচ.এম. ইসরাইল আহমদ। শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মো. সবুজ সরকার।

অনুষ্ঠানে ২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে ১ম ও ২য় স্থান অধিকারী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে কৃতি শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানী। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপিত: সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা

Follow for More!

শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতাতে এগিয়ে আসতে হবে—–কবিরুজ্জামান ইয়াকুব

প্রকাশিত: ০৮:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
১৮

ইয়াকুব রাজিয়া ট্রাস্টের পক্ষ থেকে দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে মেধাবৃত্তি প্রদান-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়াকুব রাজিয়া ট্রাস্টের পরিচালক কবিরুজ্জামান ইয়াকুব। তিনি বলেন, বর্তমান বিশ^ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত এ বিশে^ নিজেকে মানিয়ে নিতে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জনের এ যাত্রায় একাডেমিক শিক্ষা কেবল শুরু, এরপর পুরো পৃথিবীকেই শিক্ষা অর্জনের ক্ষেত্রে পরিণত করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পড়াশোনায় ভালো ফলাফল নয়, এর পাশাপাশি ভালো মানুষ হতে হবে। নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতাতেও এগিয়ে আসতে হবে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনহার উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ। প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের পড়াশোনায় অগ্রগতি আনতে এই মেধা বৃত্তি অনুপ্রেরণা জোগাবে। তিনি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আগামী দিনে চ্যালেঞ্জ মেধা ও দৃঢ়তা দিয়ে জয় করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন এবং ফারজানা আক্তার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাদিরা আহমদ লতিফ এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.এইচ.এম. ইসরাইল আহমদ। শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মো. সবুজ সরকার।

অনুষ্ঠানে ২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে ১ম ও ২য় স্থান অধিকারী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরে কৃতি শিক্ষার্থীরা অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার এবং গীতা পাঠ করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানী। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।