আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ২০২৬ সালের বিশ্বকাপে খেলার বিষয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন। বয়স এবং ফিটনেসের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি আশা প্রকাশ করেছেন, দলে অবদান রাখতে সক্ষম থাকলে বিশ্বকাপে অংশ নেবেন।
মার্কিন সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মেসি বলেন, বিশ্বকাপে খেলা সবসময়ই অসাধারণ। আমি চাই দলের সঙ্গে থাকি এবং জাতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।
ফিটনেসই এখন প্রধান চ্যালেঞ্জ। ২০২২ বিশ্বকাপের পর বিভিন্ন চোটের কারণে তিন বছরে মেসিকে ১৫০ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে, যেখানে আগের বিশ্বকাপে এই সংখ্যা ছিল ৭৬ দিন।
২০২৬ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৯ বছর। মেসি জানিয়েছেন, ইন্টার মিয়ামি ক্লাবের প্রাক-মৌসুমের প্রস্তুতি শুরু করার সময় আমি প্রতিদিন নিজের শরীরের অবস্থা মূল্যায়ন করব। শতভাগ ফিট থাকলে এবং দলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারলে খেলব।
মেসি আশা প্রকাশ করেছেন, বিশ্বকাপ খেলার সুযোগ তাকে আবারও দেওয়া হবে। তিনি বলেন, জাতীয় দলের জার্সিতে খেলা সব সময় স্বপ্নের মতো। আমরা আগের বিশ্বকাপ জিতেছি, এবার সেটা রক্ষা করা দারুণ সুযোগ হবে।”