ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সালমান শাহ হত্যা নিয়ে যা জানালেন শাবনূর

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৭:৫৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১২ পড়া হয়েছে
১৮

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মাত্র চার বছরের সংক্ষিপ্ত অভিনয়জীবনেই কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান।

 

তখন রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে সম্প্রতি মামলাটির গতিপথ বদলে গেছে। গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

 

এর পরদিন (২১ অক্টোবর) সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরাসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ফের উঠে আসে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নাম। সালমান শাহের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল-এমন দাবি ছড়িয়ে পড়ে অনলাইনে। প্রথমে নীরব থাকলেও এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন শাবনূর।

 

সোমবার (২৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে অস্ট্রেলিয়া প্রবাসী এই অভিনেত্রী লেখেন, আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতে হচ্ছে।

 

তিনি বলেন, প্রায় তিন দশক আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা হয়েছে। আমি বিদেশে অবস্থানরত অবস্থায় গণমাধ্যমের খবর থেকে বিষয়টি জেনেছি। কিন্তু লক্ষ্য করছি, কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জড়িয়ে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

 

শাবনূর আরও বলেন, যেহেতু মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে আমি এ বিষয়ে কথা বলতে চাইনি। তবে মিথ্যা প্রচারণা রোধে বলতে বাধ্য হচ্ছি-সালমান শাহ আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা ছিলেন। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। তার সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।

 

নায়িকার ভাষায়, সালমানের অকালমৃত্যু আমাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আঘাত করেছে। আমাদের জুটির জনপ্রিয়তা একসময় অনেকের ঈর্ষার কারণ হয়েছিল। হয়তো সেই কারণেই তার মৃত্যুর পর আমার নাম নিয়ে উদ্দেশ্যমূলকভাবে নানা গুজব ছড়ানো হয়, যা আমাকে মানসিকভাবে ভীষণ কষ্ট দিয়েছে।

 

সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়ে শাবনূর বলেন, আমি এখনো জানি না সালমান কীভাবে মারা গেছেন। আমি শুধু ন্যায়বিচার চাই-যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হয়।

 

সালমান শাহর মা নীলা আন্টির প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, সন্তান হারানোর বেদনা কতটা গভীর, তা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায়। আমি তার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Follow for More!

সালমান শাহ হত্যা নিয়ে যা জানালেন শাবনূর

প্রকাশিত: ০৭:৫৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
১৮

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মাত্র চার বছরের সংক্ষিপ্ত অভিনয়জীবনেই কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান।

 

তখন রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে সম্প্রতি মামলাটির গতিপথ বদলে গেছে। গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

 

এর পরদিন (২১ অক্টোবর) সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরাসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ফের উঠে আসে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নাম। সালমান শাহের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল-এমন দাবি ছড়িয়ে পড়ে অনলাইনে। প্রথমে নীরব থাকলেও এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন শাবনূর।

 

সোমবার (২৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে অস্ট্রেলিয়া প্রবাসী এই অভিনেত্রী লেখেন, আবারও সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলতে হচ্ছে।

 

তিনি বলেন, প্রায় তিন দশক আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা হয়েছে। আমি বিদেশে অবস্থানরত অবস্থায় গণমাধ্যমের খবর থেকে বিষয়টি জেনেছি। কিন্তু লক্ষ্য করছি, কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জড়িয়ে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

 

শাবনূর আরও বলেন, যেহেতু মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে আমি এ বিষয়ে কথা বলতে চাইনি। তবে মিথ্যা প্রচারণা রোধে বলতে বাধ্য হচ্ছি-সালমান শাহ আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা ছিলেন। আমরা একসঙ্গে প্রায় ১৪টি চলচ্চিত্রে কাজ করেছি। তার সঙ্গে কাজ করা আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।

 

নায়িকার ভাষায়, সালমানের অকালমৃত্যু আমাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে আঘাত করেছে। আমাদের জুটির জনপ্রিয়তা একসময় অনেকের ঈর্ষার কারণ হয়েছিল। হয়তো সেই কারণেই তার মৃত্যুর পর আমার নাম নিয়ে উদ্দেশ্যমূলকভাবে নানা গুজব ছড়ানো হয়, যা আমাকে মানসিকভাবে ভীষণ কষ্ট দিয়েছে।

 

সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়ে শাবনূর বলেন, আমি এখনো জানি না সালমান কীভাবে মারা গেছেন। আমি শুধু ন্যায়বিচার চাই-যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হয়।

 

সালমান শাহর মা নীলা আন্টির প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, সন্তান হারানোর বেদনা কতটা গভীর, তা নীলা আন্টির আহাজারি দেখলেই বোঝা যায়। আমি তার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।