
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি::
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে পাখির মাংস বিক্রির অভিযোগে দুইটি হোটেল সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২৮শে অক্টোবর) রাত সাড়ে ১০টা জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা-এর নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তাড়ুহাঁটিতে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিযানে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ২৭ বীর ইউনিটের সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের টিমের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালিত হয়। এছাড়াও অভিযানে বন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় অভিযানে শাহপরান হোটেল এবং তানভীর হোটেল নামের দুটি খাবার হোটেলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাখির মাংস বিক্রি করার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে দুইটি হোটেল সিলগালা করে দেওয়া হয়। পরে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সোনারবাংলা রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় সিলগালাকৃত হোটেল মালিকদের কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন এ ধরনের অপরাধ দমন ও বন্যপ্রাণী রক্ষায় অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
Channel Jainta News 24 





















