জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জৈন্তাপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক নেতৃবৃন্দ পেশাগত দাবি-দাওয়া, সংগঠনের ঐক্য ও চলমান কেন্দ্রীয় আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের একাংশের সভাপতি জয়নাল আবেদীন, প্রধান বক্তা ছিলেন আরেকাংশের সভাপতি মো. জাকারিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র ফখরুল আলম। সভা সঞ্চালনা করেন জালাল উদ্দীন, দুলালচন্দ্র দেব ও মাহবুবুল আম্বিয়া।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বিজেন দেব, রফিকুল মোরসালিন, রিন্টু চন্দ্র পাল, সুমন চন্দ্র দেব, তাজুল ইসলাম, কৃষ্ণ বিশ্বাস, কালিপদ চক্রবর্তী, আব্দুর রশীদ, মো. হানিফ, আব্দুল আহাদ, নির্মল মিস্ত্রি, অসীম বিশ্বাস, ছয়ফুল আলম, মো. আক্তার হোসেন, ফাহিমা বেগম, আয়শা বেগম, শামসুন্নাহার রুবি, ঊষা শর্মা, প্রীতি রানী, শান্তনা শার্তী, শাহানারা শানু প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহকারী শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা জরুরি। শিক্ষক সমাজের সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একই প্ল্যাটফর্মে থেকে কাজ করার আহ্বান জানান তারা।
সভা শেষে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করা হয়।