স্টাফ রিপোর্টার::সিলেট শহরের বারুতখানায় আধুনিক সৌন্দর্যসেবার নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে নিউ স্মার্ট কাট সেলুন। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে মালিক মেটাল ইন্ডাস্ট্রিজের পাশে সেলুনটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শীততাপ নিয়ন্ত্রিত, পরিষ্কার-পরিচ্ছন্ন ও শান্ত পরিবেশে গড়ে তোলা এই সেলুনে আধুনিক সাজসজ্জা এবং দক্ষ হাতের স্পর্শে সৌন্দর্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তা মনাফের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান উদ্বোধনের পর থেকেই এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব হুজুর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল মুহিব জাবেদ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাহিদ আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেলুনের মালিক মনাফ বলেন, গ্রাহকদের জন্য আরামদায়ক, আধুনিক ও নির্ভরযোগ্য সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। এখানে আমরা মান ও আন্তরিকতার সমন্বয়ে সেবা দিতে বদ্ধপরিকর।

অতিথিরা তাদের বক্তব্যে তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগকে সময়োপযোগী ও অনুকরণীয় বলে উল্লেখ করেন। তারা আশা প্রকাশ করেন, এই সেলুনটি এলাকায় সৌন্দর্যসেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে।
সৌন্দর্য, সেবা ও আধুনিকতার সমন্বয়ে গড়ে ওঠা নিউ স্মার্ট কাট সেলুন নিঃসন্দেহে বারুতখানার সৌন্দর্যচর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।