ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১১:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৩ পড়া হয়েছে
১৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন। এছাড়াও এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান *‘কুরআনের আলো’*সহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায়ও তিনি বিজয়ী হন।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

 

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এখান থেকেই একাধিকবার জাতীয় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন।

 

ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু ঘটে তার।

 

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হন ত্বকী। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও একই কৃতিত্ব অর্জন করেন তিনি, যা বাংলাদেশের জন্য বিরল গৌরব।

 

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। তরুণ এই বিশ্বজয়ী হাফেজের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন অসংখ্য মানুষ।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস উদযাপিত: সমন্বিত পুনর্বাসনে চাই সম্মিলিত প্রচেষ্টা

Follow for More!

তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী আর নেই

প্রকাশিত: ১১:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
১৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনবারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ সাইফুর রহমান ত্বকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জর্ডান, কুয়েত ও বাহরাইনের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তিনি বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন। এছাড়াও এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান *‘কুরআনের আলো’*সহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায়ও তিনি বিজয়ী হন।

 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শিক্ষক ও মারকাযুত তাহফিজের প্রতিষ্ঠাতা হাফেজ কারী শায়খ নেছার আহমদ আন-নাছিরী।

 

হাফেজ ত্বকী মারকাযুত তাহফিজ থেকে হিফজ সম্পন্ন করেন এবং এখান থেকেই একাধিকবার জাতীয় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পরে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে অধ্যয়ন করছিলেন।

 

ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে নেওয়া হলেও শেষ পর্যন্ত মৃত্যু ঘটে তার।

 

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম হন ত্বকী। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনেও একই কৃতিত্ব অর্জন করেন তিনি, যা বাংলাদেশের জন্য বিরল গৌরব।

 

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। তরুণ এই বিশ্বজয়ী হাফেজের অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন অসংখ্য মানুষ।