কাঁঠালিয়া প্রতিনিধিঃ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) আসরের নামাজের পর ঝালকাঠি জেলা প্রেসক্লাব চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত চতুর্থ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এ পদ্ধতিতে দেশে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার গঠনের সুযোগ থাকবে না। তারা আরও বলেন, একটি জনকল্যাণমূলক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে পিআর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বক্তারা বর্তমান দেশের সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ নানাবিধ অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাদের মতে, দেশের ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল ইতিমধ্যেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঝালকাঠি-২ আসনের প্রার্থী আলহাজ্ব ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ঝালকাঠি-১ আসনের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী, জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মো. আব্দুল কুদ্দুস, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ওয়ালিউল্লাহ সরদারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাওলানা আকন মোঃ রবিউল ইসলাম।প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক।ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঝালকাঠি জেলা শাখা।