ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৪:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১৭ পড়া হয়েছে

Oplus_131072

১৩

নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং মানবাধিকার উন্নয়নে ‘পারায়ন (অন্তর্ভুক্তিকরণ)’ প্রকল্পের আওতায় একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও এ আয়োজন করে।

 

‘নাগরিকতা সিভিক এনগেইজমেন্ট ফান্ড (সিইএফ)’ এর সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— লিঙ্গ সমতা, মানবাধিকার এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর.ডব্লিউ.ডি.ও-এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মিরা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার এবং সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।

 

প্রশিক্ষণে পারায়ন প্রকল্পের এরিয়া ম্যানেজার মহসিন রেজা ও কাউন্সিলর কাম ট্রেইনার জাহিদুল ইসলাম রশিদ গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন।

 

প্রশিক্ষণে অংশ নেন সিলেট সদর, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং উপজেলা তথ্য অফিসের অফিসারবৃন্দ। এছাড়াও, উপস্থিত ছিলেন আইনজীবী, পুলিশ বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো— কমিউনিটি বেজড ডায়লগের মাধ্যমে স্থানীয় জনগণের সমস্যা সরাসরি উঠে আসার সুযোগ করে দেওয়া। এতে নারীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সামনে তুলে ধরতে পারবেন।

 

আলোচনায় জানানো হয়, প্রতিটি ইউনিয়নে গণশুনানির ব্যবস্থা করা হবে, যেখানে নারী অধিকার, সহিংসতা প্রতিরোধ, এবং সামাজিক নিরাপত্তা ইস্যুগুলো গুরুত্ব সহকারে আলোচিত হবে।

 

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা ও প্রশাসনিক হস্তক্ষেপ নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় প্রশাসন, সমাজকর্মী ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

খুলনায় একই পরিবারের তিনজনসহ ৪ খু*ন

Follow for More!

নারীর ক্ষমতায়ন ও মানবাধিকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ০৪:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৩

নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং মানবাধিকার উন্নয়নে ‘পারায়ন (অন্তর্ভুক্তিকরণ)’ প্রকল্পের আওতায় একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও এ আয়োজন করে।

 

‘নাগরিকতা সিভিক এনগেইজমেন্ট ফান্ড (সিইএফ)’ এর সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— লিঙ্গ সমতা, মানবাধিকার এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর.ডব্লিউ.ডি.ও-এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মিরা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার এবং সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক।

 

প্রশিক্ষণে পারায়ন প্রকল্পের এরিয়া ম্যানেজার মহসিন রেজা ও কাউন্সিলর কাম ট্রেইনার জাহিদুল ইসলাম রশিদ গুরুত্বপূর্ণ অধিবেশন পরিচালনা করেন।

 

প্রশিক্ষণে অংশ নেন সিলেট সদর, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং উপজেলা তথ্য অফিসের অফিসারবৃন্দ। এছাড়াও, উপস্থিত ছিলেন আইনজীবী, পুলিশ বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো— কমিউনিটি বেজড ডায়লগের মাধ্যমে স্থানীয় জনগণের সমস্যা সরাসরি উঠে আসার সুযোগ করে দেওয়া। এতে নারীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও অভিযোগ সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সামনে তুলে ধরতে পারবেন।

 

আলোচনায় জানানো হয়, প্রতিটি ইউনিয়নে গণশুনানির ব্যবস্থা করা হবে, যেখানে নারী অধিকার, সহিংসতা প্রতিরোধ, এবং সামাজিক নিরাপত্তা ইস্যুগুলো গুরুত্ব সহকারে আলোচিত হবে।

 

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা ও প্রশাসনিক হস্তক্ষেপ নিশ্চিত করার ওপর জোর দেন। তারা বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় প্রশাসন, সমাজকর্মী ও কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।