ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৮:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৭ পড়া হয়েছে
১৩

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা এবং তা এ অঞ্চলের মানুষের দাবি।

 

উপদেষ্টা আজ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে ক্রমাগত পলি জমে যাওয়ার ফলে হ্রদটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে পানির স্তর হ্রাস পাচ্ছে, যার কারণে উপরের স্তরে চলাচলকারী বড় আকারের মাছগুলো টিকে থাকতে পারছে না। ফলস্বরূপ, হ্রদে ছোট মাছের আধিক্য বৃদ্ধি পেয়েছে এবং বড় মাছের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। তিনি বলেন, কাপ্তাই হ্রদকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে দূষণের পরিমাণও দিনদিন বাড়ছে, এখানে হ্রদে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এবিষয়ের সাথে সংশ্লিষ্টদের নিয়ে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) -এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী। সভায় জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তুষার কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভার শুরুতে কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে একটি ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম।

 

এদিন বিকেলে উপদেষ্টা কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ পরিদর্শন করেন। এসময় বিএফডিসি-এর চেয়ারম্যান ফারাহ শাম্মী, কর্নফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্হাপক মাহমুদ হাসানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা :মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

প্রকাশিত: ০৮:৫৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৩

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদ সংরক্ষণের প্রথম কাজ হলো ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা এবং তা এ অঞ্চলের মানুষের দাবি।

 

উপদেষ্টা আজ সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে ক্রমাগত পলি জমে যাওয়ার ফলে হ্রদটি ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে পানির স্তর হ্রাস পাচ্ছে, যার কারণে উপরের স্তরে চলাচলকারী বড় আকারের মাছগুলো টিকে থাকতে পারছে না। ফলস্বরূপ, হ্রদে ছোট মাছের আধিক্য বৃদ্ধি পেয়েছে এবং বড় মাছের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। তিনি বলেন, কাপ্তাই হ্রদকে রক্ষা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্য উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে দূষণের পরিমাণও দিনদিন বাড়ছে, এখানে হ্রদে পয়ঃনিষ্কাষণসহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দূষণের ব্যাপারে স্থানীয় সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এবিষয়ের সাথে সংশ্লিষ্টদের নিয়ে কথা বলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

রাঙামাটি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) -এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহ শাম্মী। সভায় জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তুষার কান্তি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী মৎস্যজীবী সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভার শুরুতে কাপ্তাই হ্রদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে একটি ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোঃ ফয়েজ আল করিম।

 

এদিন বিকেলে উপদেষ্টা কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও বাঁধ পরিদর্শন করেন। এসময় বিএফডিসি-এর চেয়ারম্যান ফারাহ শাম্মী, কর্নফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্হাপক মাহমুদ হাসানসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।