ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, এমবিই হলেন কানাইঘাটের একজন রত্ন। তিনি একজন ব্রিটিশ আইনজীবী যিনি লন্ডনে সলিসিটর হিসেবে কাজ করেন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত।
তিনি সিলেট জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমবিই (এমিনেন্ট অব দ্য মোস্ট এক্সসিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবপ্রাপ্ত। তিনি 'কানাইঘাট এসোসিয়েশন ইউকে'র সাবেক সভাপতিসহ যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।
ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, জনগণের কাছে শিকদার, অথবা ব্যারিস্টার নামেই পরিচিত।
তিনিই মনে হয় একমাত্র ব্যক্তি যিনি বিলেতে বসবাস করেও তাঁর জন্মভূমিতে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন।
কানাইঘাট রাজাগঞ্জে বোরহান উদ্দিন রাস্তায় একটা ব্রিজ "শিকদার পুল" নামে পরিচিত। যেটা তাঁর অর্থায়নে করা।
তাঁর নামে রয়েছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। রয়েছে শিকদার ফাউন্ডেশন কলেজ নামে একটি বিশাল কলেজ৷ নিজস্ব জায়গার উপর চারতলা বিশিষ্ট ভবনের এ কলেজের ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর।
আজ দেখলাম, অত্যন্ত দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণের কাজ চলমান। আমার কাছে মনে হলো এটা সিলেটের মধ্যে অন্যতম একটি দৃষ্টিনন্দন শৈল্পিক মসজিদ হবে।
বিগত সময়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে তাঁর উদ্যোগে খুবই ভাল মানের একটি বৃত্তি পরীক্ষা নেয়া হতো। যেটা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে অনেক সহায়ক ভূমিকা পালন করতো।
ব্যারিস্টার কুতুব উদ্দিন শিকদার, এমবিই কানাইঘাটের বিভিন্ন সামাজিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। অনেক সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানে বড় অংকের দান করছেন।
কানাইঘাটের এ রত্নকে জীবিত থাকা অবস্থায় সম্মান জানানো দরকার বলে মনে করি।