ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:৪১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১২ পড়া হয়েছে
১১

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের খেজুরবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম আবুল কালাম (বয়স ৩৫–৪০)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, “বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হয়েছেন।”

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণ ব্যাগ নিয়ে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ ওপর থেকে ভারী একটি বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে তার মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে পাশের একটি চপ-শিঙাড়া দোকানের কাঁচ ভেঙে যায় এবং সেখানে দুইজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছিটকে পড়া স্প্রিংটির ওজন ছিল প্রায় ৪০ থেকে ৫০ কেজি।

 

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। তবে কখন পুনরায় ট্রেন চলাচল শুরু হবে, তা এখনো জানা যায়নি।

 

ডিএমটিসিএল সূত্র জানায়, বিয়ারিং প্যাডগুলো মেট্রোরেলের উড়ালপথের পিলারের সঙ্গে বসানো থাকে। এগুলোর ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এগুলো ছাড়া ট্রেন চললে উড়ালপথ স্থানচ্যুত বা দেবে যেতে পারে। তাই দুর্ঘটনার পর সতর্কতার অংশ হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

এর আগেও ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

 

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু জাপানি ঠিকাদার সংস্থা সেটি যথাযথভাবে ঠিক করেনি।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’র আদি নববর্ষ উদযাপন

Follow for More!

মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত

প্রকাশিত: ০৬:৪১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
১১

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের খেজুরবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম আবুল কালাম (বয়স ৩৫–৪০)। তিনি শরীয়তপুর জেলার বাসিন্দা। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, “বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হয়েছেন।”

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণ ব্যাগ নিয়ে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ ওপর থেকে ভারী একটি বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে তার মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে পাশের একটি চপ-শিঙাড়া দোকানের কাঁচ ভেঙে যায় এবং সেখানে দুইজন আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছিটকে পড়া স্প্রিংটির ওজন ছিল প্রায় ৪০ থেকে ৫০ কেজি।

 

দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। তবে কখন পুনরায় ট্রেন চলাচল শুরু হবে, তা এখনো জানা যায়নি।

 

ডিএমটিসিএল সূত্র জানায়, বিয়ারিং প্যাডগুলো মেট্রোরেলের উড়ালপথের পিলারের সঙ্গে বসানো থাকে। এগুলোর ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এগুলো ছাড়া ট্রেন চললে উড়ালপথ স্থানচ্যুত বা দেবে যেতে পারে। তাই দুর্ঘটনার পর সতর্কতার অংশ হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

এর আগেও ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

 

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু জাপানি ঠিকাদার সংস্থা সেটি যথাযথভাবে ঠিক করেনি।