
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী ওসমানীনগর উপজেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। সরকারি সেবা ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নের অংশ হিসেবে তিনি সকাল থেকে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন।
দুপুরে তিনি গোয়ালা বাজার সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।”
পরে তিনি ওসমানীনগর নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা, সাব-রেজিস্ট্রার অফিস ও উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্থানীয় সচেতন মহল ইনডোর ও জরুরি সেবা চালুর দাবি জানান।
দিনব্যাপী সফরে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হাসান, এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ওসি মো. মোনায়েম মিয়া, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসকের সফরসূচিতে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় না থাকায় উপজেলা পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
Channel Jainta News 24 




















