
কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি::বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত সৃষ্টি করার লক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বোরহান উদ্দিন খন্দকার ফরহাদের পরিচালনায় এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সিকন্দর আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনের সাবেক সাংসদ, প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী এডভোকেট জেবুন নাহার সেলিম।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাগতিক বক্তব্য রাখেন সিলেট জেলা জিসাসের সভাপতি জয়নাল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব হাজী আঃ মন্নান মনাফ সাহেব,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট কামাল হোসাইন,উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধা কমান্ডার আবু তাহের মেম্বার। ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আনোয়ার হোসেন রবি।
এছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন এবং এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আলামিন সারোয়ার সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে জেবুন নাহার সেলিম বলেন, দল আমাকে মুল্যায়ন করলে সিলেট ৪ আসন হবে উন্নয়নের রুল মডেল, এই অঞ্চলের জনপ্রিয় নেতা মরহুম দিলদার হোসেন সেলিম সাহেবের অসমাপ্ত কাজ কাজগুলো সম্পন্ন করতে, তিনি সকলের সহযোগিতা চান। সেই লক্ষ্যেই তিনি দলের সকল নির্দেশনা মেনে মানুষের দ্বারে দ্বারে ৩১ দফা নিয়ে ছুটে যাচ্ছেন।
সভা শেষে তিনি ৩১ দফা লিফলেট বিতরণ করেন, এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবক দল,শ্রমিক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দ।
Channel Jainta News 24 
























