
সিলেটের দক্ষিণ সুরমায় অপহরণ ও চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি দক্ষিণ সুরমার মৃত ফারুক মিয়ার পুত্র মো. রেজুয়ান হোসেন রিমু (২৮)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাগে ৬টার দিকে র্যাব-৯, সিপিসি, সিলেটের একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার সিলাম এলাকায় এগ্রো ফার্ম ব্যবসায়ী আতিকুর রহমানকে অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা তাকে সবুজ কুঁড়ি কেজি স্কুলে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ভিকটিমের পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও স্ত্রীর ব্যাংক চেক আদায় করে ছেড়ে দেয় তারা।
ঘটনার পর আতিকুর রহমান দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং দীর্ঘ গোয়েন্দা তৎপরতার পর প্রধান আসামিদের একজন রেজুয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-৯ এর অতিঃ পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, রেজুয়ানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা ও কোতোয়ালী থানায় আরও আটটি মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Channel Jainta News 24 




















