ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লক্ষ টাকার ভারতীয় পন্যসহ আটক দুই

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৮:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১১ পড়া হয়েছে
১৬

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও চকলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনটার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কে শায়েস্তাগঞ্জে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে থানার এসআই তমল সরকার এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসময় ঢাকাগামী এস এ পরিবহনের কাভার্ড ভ্যান (রেজি. নং-ঢাকা মেট্রো অ-১৩-১০০২) সন্দেহভাজনভাবে থামানো হয়। ভ্যানটির পেছনের দরজা খুলতেই পুলিশ দেখতে পায় বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, কসমেটিকস ও অন্যান্য প্রসাধনী পণ্য যা শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হচ্ছিল।

পরে কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে পণ্যগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত পন্যর মধ্যে ছিল বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের কিটক্যাট, স্নিকার্স, প্যাট্রন, স্কিনশাইনসহ নানা ধরনের প্রসাধনী ও খাদ্যপণ্য। জব্দকৃত পন্যর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা।

আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে কাভার্ড ভ্যানচালক মোঃ আব্দুর রহিম (৪০) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার কদমআলী গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে হেলপার মোঃ সৌরভ আলী (১৯)।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়। জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্তকারী অবৈধ পণ্য প্রবাহ রোধেও আমরা প্রতিনিয়ত কাজ করছি। শায়েস্তাগঞ্জের এই অভিযান তারই প্রমাণ।” তিনি আরও জানান, পাচার চক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং হাইওয়ে থানার নজরদারি আরও জোরদার করা হবে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, “জব্দকৃত পণ্য, কাভার্ড ভ্যান এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে— মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Follow for More!

শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লক্ষ টাকার ভারতীয় পন্যসহ আটক দুই

প্রকাশিত: ০৮:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
১৬

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও চকলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনটার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটেছে।

 

জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কে শায়েস্তাগঞ্জে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে থানার এসআই তমল সরকার এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসময় ঢাকাগামী এস এ পরিবহনের কাভার্ড ভ্যান (রেজি. নং-ঢাকা মেট্রো অ-১৩-১০০২) সন্দেহভাজনভাবে থামানো হয়। ভ্যানটির পেছনের দরজা খুলতেই পুলিশ দেখতে পায় বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, কসমেটিকস ও অন্যান্য প্রসাধনী পণ্য যা শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হচ্ছিল।

পরে কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে পণ্যগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত পন্যর মধ্যে ছিল বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের কিটক্যাট, স্নিকার্স, প্যাট্রন, স্কিনশাইনসহ নানা ধরনের প্রসাধনী ও খাদ্যপণ্য। জব্দকৃত পন্যর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা।

আটককৃতরা হলেন-নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে কাভার্ড ভ্যানচালক মোঃ আব্দুর রহিম (৪০) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার কদমআলী গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে হেলপার মোঃ সৌরভ আলী (১৯)।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, “হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়। জাতীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্তকারী অবৈধ পণ্য প্রবাহ রোধেও আমরা প্রতিনিয়ত কাজ করছি। শায়েস্তাগঞ্জের এই অভিযান তারই প্রমাণ।” তিনি আরও জানান, পাচার চক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং হাইওয়ে থানার নজরদারি আরও জোরদার করা হবে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, “জব্দকৃত পণ্য, কাভার্ড ভ্যান এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”