পারভেজ হাসান লাখাই প্রতিনিধি: বর্ষার জল নেমে যেতেই হবিগঞ্জের লাখাইর হাওরাঞ্চলে এখন উৎসবের আমেজ। হাওরের দিগন্তজোড়া জমিতে পুরোদমে শুরু হয়েছে আগাম বোরো ধানের আবাদকে ঘিরে জমি প্রস্তুতের কাজ। বছরের একমাত্র প্রধান ফসল বোরো ধান ঘরে তোলার স্বপ্ন নিয়ে কৃষকরা এখন কোমর বেঁধে নেমেছেন মাঠে।
জানা যায়, প্রতি বছর বর্ষা শেষে লাখাইর বিস্তীর্ণ হাওর থেকে পানি নামতে শুরু করলে কৃষকদের ব্যস্ততা বাড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। সম্প্রতি হাওরের পানি কমে যাওয়ায় কৃষক জমিতে হাল চাষ, মই দিয়ে মাটি সমান করা এবং আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত সময় পার করছেন। কোথাও কোথাও বীজতলা থেকে চারা তুলে এনে জমিতে রোপণের প্রস্তুতি চলছে। কৃষকদের যেন দম ফেলার ফুসরত নেই।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, লাখাই উপজেলা বোরো ধান চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এ বছরও এই অঞ্চলের কৃষকরা যথাসময়ে জমি প্রস্তুতি শুরু করায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
হাওরের একাধিক কৃষক জানান, "এখানকার প্রধান ফসল বোরো। এই ফসলের ওপরই সারা বছরের জীবিকা নির্ভর করে। তাই পানি নামার সঙ্গে সঙ্গেই আমরা জমি প্রস্তুতের কাজ শুরু করে দিয়েছি। আশা করি এবার ভালো ফলন পাব।
জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে হাওরে আগাম বন্যা দেখা যাওয়ায় অনেক সময় কৃষকদের ফসল হারাতে হয়েছে। এবার সময়মতো কাজ শুরু হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে কৃষকদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে এবং কোনো প্রতিকূল পরিস্থিতি এলে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে কৃষি বিভাগ।
লাখাইর হাওরের কৃষকদের এই ব্যস্ততা শুধু জীবিকার তাগিদ নয়, এটি এই অঞ্চলের কৃষি ঐতিহ্যেরই প্রতিচ্ছবি। এই সময়ে হাওরের মাঠজুড়ে কৃষকের পদধ্বনি জানান দিচ্ছে, আবার শুরু হয়েছে সোনার ফসল ঘরে তোলার প্রস্তুতি।