
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য একতা বাংলাদেশ”-এর বড়লেখা উপজেলা শাখা কমিটি। নবগঠিত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বড়লেখা পৌর শহরের নিজস্ব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বড়লেখা উপজেলা কমিটির আত্মপ্রকাশ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাক, ট্রাংক, লরী (রেজি: নং- ২৪০৩) এর বড়লেখা উপজেলা সভাপতি সাইফুর রহমান খলকু।
নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২৩৫৯) এর সাবেক আহবায়ক শ্রমিক নেতা মো. আব্দুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য একতা বাংলাদেশ”-এর বড়লেখা উপজেলা শাখা কমিটির উপদেষ্টা আমিন আহমেদ, নুনু মিয়া, সমছ উদ্দিন ও সংগঠনের সভাপতি মো. মঈন উদ্দিন মঈন।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহাব উদ্দিন, কার্যকরী সভাপতি কুতুব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম এনু, সহ-সাধারণ সম্পাদক রাকেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, প্রচার সম্পাদক কাউছার আহমদ, দপ্তর সম্পাদক হাছান আহমদ, অর্থ সম্পাদক শাহজান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক কামরান আহমদ, ক্রীড়া সম্পাদক কামাল আহমদ, সদস্য বদরুল আহমদ, জামিল আহমদ, তাজুল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমিক নেতা আব্দুল জব্বার বলেন, দেশের পরিবহন খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের নিরাপত্তা, কাজের স্বীকৃতি এবং জীবনমান উন্নয়নের বিষয়গুলোতে সংগঠনটি সবসময় ভূমিকা রাখবে বলে প্রত্যাশ করছি। এসময় কেন্দ্রীয় কমিটির অনুমোদনকৃত বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রমিক নেতা মো. আব্দুল জব্বার।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাঁদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সবার দায়িত্ব।
এর আগে মো. মঈন উদ্দিন মঈনকে সভাপতি, কলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও আফতাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন “নির্যাতিত মোটর শ্রমিক ঐক্য একতা বাংলাদেশ” এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ মুল্লা ও সাংগঠনিক সম্পাদক নুর আলম।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
Channel Jainta News 24 























