সিলেটের দক্ষিণ সুরমা থেকে ওরা ৪জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব ৯। তারা পেশাদার মাদক ব্যবসায়ী।
রবিবার (১৯ অক্টোবর) সকাল পৌণে ৮টার দিকে নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হবিগঞ্জের মাধবপুর থানার ভান্ডারুয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো. আইয়ুব আলী (৬৭), গাজীপুরের কালিয়াকৈইর থানার বাঁশতলী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. আবুল হাসেম (৪৩), কুমিল্লার ব্রাহ্মনপাড়া থানার সিদলাই গ্রামের সেকান্দার আলীর ছেলে আতাউর রহমান (৫৭) সিলেটের গোয়াইনঘাট থানার ইসলামাবাদ গ্রামের মৃত আলকাস মিয়ার ছেলে নজরুল (৫২)।
র্যাব জানায়, হবিগঞ্জ থেকে তারা ৪জন একটি গাড়িতে করে ৫০ কেজি গাজা নিয়ে বিক্রির জন্য সিলেট এসেছিল। তাদের গাড়ি তল্লাশী করে গাজা পাওয়া যায় এবং তা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৪জনকে জব্দকৃত আলামতসহ সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।