
সুয়েব রানা জৈন্তাপুর:: আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন ২০২৫-২০২৭-কে সামনে রেখে জৈন্তাপুর ও গোয়াইনঘাট অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নিজস্ব হলরুমে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় যৌথভাবে সঞ্চালনা করেন এফবিসিসিআই বডি মেম্বার ইলিয়াস উদ্দিন (লিপু) এবং সিলেট চেম্বারের কার্যকরী সদস্য ইসমাইল হোসেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমেদ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলার ২নং ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ভোলাগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি বশির আহমেদ, বরছড়া আমদানিকারক প্রতিষ্ঠানের সভাপতি খসরুল আলম, জৈন্তাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, চেম্বারের সাবেক সহ-সভাপতি আতিক হোসেন, ৪নং ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং তাহিরপুর দক্ষিণ বড়ধণ ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী, সদস্য মিসবাহুল আম্বিয়া ও মোশাররফ হোসেনসহ চেম্বার নির্বাচনের প্রার্থীরা- সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলি আহমদ, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী হুমায়ূন আহমেদ, সহ-সভাপতি পদপ্রার্থী মাছুম ইফতেখার রসুল শিহাব, পরিচালক পদপ্রার্থী চন্দন সাহা, আব্দুর রহমান, মশিউর রহমান হাফিজ, ওমর ফারুক, মো. আবুল কালাম ও নজরুল ইসলাম। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজ সবসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই ধারাকে আরও শক্তিশালী করতে হলে প্রয়োজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্বের। তারা মনে করেন, ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজই সিলেটের উন্নয়ন, বাণিজ্যিক স্বার্থরক্ষা ও উদ্যোক্তা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী বলেন, ব্যবসায়ীদের ঐক্যই হলো উন্নয়নের মূল চালিকা শক্তি-তাই সবাইকে অভিন্ন লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
মিসবাহুল আম্বিয়া তার বক্তব্যে বলেন, তরুণ উদ্যোক্তাদের সুযোগ দিতে পারলে ব্যবসায়িক অগ্রগতি আরও গতিশীল হবে।
অন্যদিকে মোশাররফ হোসেন বলেন, সৎ ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণই চেম্বারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, আসন্ন সিলেট চেম্বার নির্বাচনে এমন প্রার্থী নির্বাচন করতে হবে যারা ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করবেন এবং সকল শ্রেণির উদ্যোক্তার স্বার্থ অক্ষুণ্ণ রাখবেন। তারা সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।
আয়োজনে ছিল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ,এবং সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিল তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ।
সভার শেষে বক্তা ও উপস্থিত ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন সিলেটের বাণিজ্যিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করবে-যেখানে স্বচ্ছতা, ঐক্য ও উন্নয়ন হবে ব্যবসায়ী সমাজের মূল ভিত্তি। তারা বলেন,ঐক্যই শক্তি-আর সেই শক্তির মাধ্যমে সিলেটের ব্যবসায়ী সমাজকে এগিয়ে নিতে হবে সম্মিলিত প্রচেষ্টায়, ন্যায়ের পথে, উন্নয়নের পথে।
Channel Jainta News 24 






















