
সিলেটের ব্যবসায়িক অঙ্গনে আসন্ন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ২০২৫ নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি ও আলোচনা। এ নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম (SBF)-এর হয়ে পরিচালক (অ্যাসোসিয়েট) পদে প্রার্থী হয়েছেন সৎ, কর্মঠ ও উন্নয়নমনস্ক ব্যবসায়ী দিবাকর দাশ ঝোটন।
তাঁর মূল লক্ষ্য-সিলেট অঞ্চলের চারটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর তামাবিল, সুতারকান্দি, জকিগঞ্জ এবং ভূলাগঞ্জকে সম্পূর্ণভাবে সচল ও ব্যবসাবান্ধব করে গড়ে তোলা। তিনি বিশ্বাস করেন, এই সীমান্ত বন্দরগুলো কেবল সিলেট নয়, পুরো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও বিশেষ ভূমিকা রাখতে পারে।
দিবাকর দাশ ঝোটনের প্রত্যাশা, এসব বন্দরে কার্যক্রমের গতি বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস সংক্রান্ত সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। তাঁর দৃঢ় বিশ্বাস- প্রশাসনের সঙ্গে সমন্বিত ও স্বচ্ছ কার্যক্রম গড়ে তোলা গেলে ব্যবসায়ীরা পাবেন সহজসুবিধা, আর সিলেটের বাণিজ্যিক পরিবেশ হবে আরও গতিশীল ও আধুনিক।
দিবাকর দাশ ঝোটন বর্তমানে লেভেল প্রাইভেট লিমিটেড-এর চেয়ারম্যান এবং মেসার্স পুষ্পিতা ট্রেডার্স, মেসার্স পুষ্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল ও মেসার্স ঝোটন পরিবহন-এর স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি সিলেটের ব্যবসায়িক সমাজে অর্জন করেছেন আস্থা ও শ্রদ্ধা। উনার বর্তমান অফিস হচ্ছে: সাউথ সুরমা সিএনজি পাম্প (দ্বিতীয় তলা), সাউথ সুরমা, সিলেটে অবস্থিত।
স্থানীয় ব্যবসায়ী মহলে তিনি পরিচিত এক সহজপ্রাপ্য, সহায়ক ও বাস্তববাদী নেতা হিসেবে। তাঁর অঙ্গীকার-সীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করে বাণিজ্যের পরিধি সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ন্যায্য সুযোগ সৃষ্টি এবং সিলেটের অর্থনীতিকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো।
সততা, নেতৃত্বগুণ ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গড়ে ওঠা এই প্রার্থী বিশ্বাস করেন-ঐক্যবদ্ধ উদ্যোগই পারে সিলেটের ব্যবসায়িক সম্ভাবনাকে আন্তর্জাতিক মানে তুলে ধরতে।
Channel Jainta News 24 






















