
সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে সুমন আহমেদ (২০) নামে এক মানসিক ভারসাম্যহীন এর হাতে একই গ্রামের মৃত বদলা ( সজ্জাদ) আলীর স্ত্রী আজিবা বেগম (১০০) নামে এক বৃদ্ধ মহিলা’ ইটের আঘাত দ্বারা খুনের অভিযোগ করেছেন নিহতের পরিবার।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে শনিবার( ১৮ অক্টোবর) রাত অনুমান ১১টায় সুমনের চিক্কার শুনে পাশের ঘরের লোকজন এসে দেখেন আজিবা বেগম’র রক্তাক্ত মৃত দেহ মাটিতে পড়ে রয়েছেন। তাঁর পাশে নিজ মেয়ের পুত্র ভারসাম্যহীন নাতি সুমন আহমদ কান্না করছে । এসময়ে তাঁরা স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ,শরিফুল ইসলাম কে খবর দেন। তাঁরা খবর পেয়ে ঘটনা স্থলে আসেন। পরবর্তীতে শাহপরান থানা পুলিশের টিম ঘটনা স্থল পরিদর্শন করে। পরিবার সূত্রে জানা গেছ সুমন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন তার মা গত মাস ৬ এক আগে মারাগেছেন। নিহত আজিবা বেগম সুমনের সম্পর্কে আপন নানি হন। তার সঙ্গেই সুমন থাকতো।
এবিষয়ে ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান আমি ঘটনা স্থলে উপস্থিত রয়েছি জৈন্তাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ ঘটনা স্থলে আসা পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।
Channel Jainta News 24 






















