
হানিফ আহমদ সুমন (বাঁয়ে) ও নিহত নোমান উদ্দিন (ডানে)। ছবি: সংগৃহীত
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার আলোচিত নুমান উদ্দিন হত্যা মামলায় তার শ্যালক হানিফ উদ্দিন সুমনকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) জকিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মুমিন।
নিহত নুমান উদ্দিন (৫২) পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর সৌদি আরবে প্রবাস জীবন শেষে দেশে ফিরে ২০২১ সালে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় নুমান উদ্দিন দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার স্ত্রী জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। দুই দিন পর, ১ অক্টোবর বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর স্থানীয় জনগণ ক্ষোভে ফেটে পড়ে। গত ৮ অক্টোবর বিকেলে উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশ শুরুতে তদন্ত করলেও পরে নিহতের মেয়েকে বাদী করে মামলা রেকর্ড করে প্রকৃত আসামিদের আড়াল করছে। নিহতের ভাই রিয়াজ উদ্দিন বলেন, “আমরা বারবার থানায় গেলেও মামলা নেয়া হয়নি। পরে পুলিশ গোপনে আমার ভাতিজিকেই বাদী বানিয়ে মামলা রেকর্ড করেছে।”
এদিকে, তদন্তকে ঘিরে নানা গুঞ্জনের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সাফ ব্যাখ্যা। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “নুমান উদ্দিন হত্যার পর থেকে শুধু পুলিশ নয়, প্রশাসনের একাধিক টিম কাজ করছে। সত্য উদঘাটনে কিছু তথ্য গোপন রাখা হয়। আমরা কোনো পক্ষের হয়ে কাজ করছি না। প্রকৃত আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমানভিত্তিক ও বিভ্রান্তিকর পোস্ট তদন্তকে প্রভাবিত করছে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ করছি।”
হত্যাকাণ্ডটি বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষ দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
Channel Jainta News 24 





















