ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত: দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নে জোর

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১০ পড়া হয়েছে
১৪

সুয়েব রানা: সিলেট:সিলেটে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সভায় বক্তারা সমাজে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, সাদা ছড়ি শুধু দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির চলাচলের উপকরণ নয়, এটি তাদের আত্মসম্মান ও স্বাধীনতার প্রতীক। সমাজের প্রতিটি মানুষকে এই প্রতীকের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণসহ সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রতিটি জেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে চলছে, যার মূল লক্ষ্য তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে হাজী মামুনুর রশিদ ছিলেন অন্যতম একজন সক্রিয় সমাজসেবক ও উদ্যোক্তা। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছেন।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সিলেট জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কল্যাণে সবাইকে সচেতনতার বৃত্তে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, সাদা ছড়ি যেমন আলোর প্রতীক, তেমনি এটি মানবিক সমাজ গঠনের অনুপ্রেরণাও। প্রতিটি নাগরিক যদি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Follow for More!

সিলেটে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত: দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নে জোর

প্রকাশিত: ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১৪

সুয়েব রানা: সিলেট:সিলেটে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সাদা ছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সভায় বক্তারা সমাজে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা ও স্বনির্ভরতা নিশ্চিতের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, সাদা ছড়ি শুধু দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির চলাচলের উপকরণ নয়, এটি তাদের আত্মসম্মান ও স্বাধীনতার প্রতীক। সমাজের প্রতিটি মানুষকে এই প্রতীকের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণসহ সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক। তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রতিটি জেলায় দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে চলছে, যার মূল লক্ষ্য তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে হাজী মামুনুর রশিদ ছিলেন অন্যতম একজন সক্রিয় সমাজসেবক ও উদ্যোক্তা। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে সমাজ উন্নয়নে অবদান রেখে চলেছেন।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সিলেট জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কল্যাণে সবাইকে সচেতনতার বৃত্তে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, সাদা ছড়ি যেমন আলোর প্রতীক, তেমনি এটি মানবিক সমাজ গঠনের অনুপ্রেরণাও। প্রতিটি নাগরিক যদি দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।