ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএসএফের হাতে আটক জকিগঞ্জের সেলিম, ইয়াবা পাচারের অভিযোগ

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ০৬:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৮ পড়া হয়েছে
২৩

শ্রীভূমি সীমান্তে ২২ হাজার ইয়াবা উদ্ধার, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি নাগরিকের সংশ্লিষ্টতার দাবি

 

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ থেকে :: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। পরিবারের দাবি, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর এলাকার কুশিয়ারা নদীর বেড়িবাঁধে মাছ ধরার সময় সেলিম আহমদ (৪৪) নামের ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।

 

সেলিমের চাচাতো ভাই লুৎফুর রহমান জানান, “ভারতে আত্মীয়স্বজনের মাধ্যমে জানতে পেরেছি, বিএসএফ তাকে অনেক নির্যাতন করেছে। বর্তমানে রক্তাক্ত অবস্থায় বিনা চিকিৎসায় ইষ্টিমার ক্যাম্পে রাখা হয়েছে। পরে তাকে মাইজদী ক্যাম্পে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

 

স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম মুন্না বলেন, “আমরা নিশ্চিত সূত্রে জানতে পেরেছি, সেলিম আহমদকে বিএসএফ আটক করেছে। আমি বর্তমানে সিলেটে আছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারছি, তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”

 

এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আসামের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২২,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিএসএফ, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৩০ লাখ রুপি। এ সময় একজন বাংলাদেশি মাদক পাচারকারীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।

 

জকিগঞ্জের লোহারমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার জহির আলম বলেন, “সেলিম আহমদ আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ইয়াবা আনতে গিয়ে আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করে বিএসএফ। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”

 

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি। এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য বিজিবি ভালোভাবে অবগত থাকতে পারে।”

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরের ৪০ জন হাজী মিলিত হলেন মক্কা মদিনায়: আব্দুল গফফার চৌধুরী খসরু সহ ঘুরে দেখালেন ঐতিহাসিক ধর্মীয় স্থান

Follow for More!

বিএসএফের হাতে আটক জকিগঞ্জের সেলিম, ইয়াবা পাচারের অভিযোগ

প্রকাশিত: ০৬:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
২৩

শ্রীভূমি সীমান্তে ২২ হাজার ইয়াবা উদ্ধার, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি নাগরিকের সংশ্লিষ্টতার দাবি

 

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ থেকে :: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। পরিবারের দাবি, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর এলাকার কুশিয়ারা নদীর বেড়িবাঁধে মাছ ধরার সময় সেলিম আহমদ (৪৪) নামের ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয়। তিনি খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।

 

সেলিমের চাচাতো ভাই লুৎফুর রহমান জানান, “ভারতে আত্মীয়স্বজনের মাধ্যমে জানতে পেরেছি, বিএসএফ তাকে অনেক নির্যাতন করেছে। বর্তমানে রক্তাক্ত অবস্থায় বিনা চিকিৎসায় ইষ্টিমার ক্যাম্পে রাখা হয়েছে। পরে তাকে মাইজদী ক্যাম্পে নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

 

স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম মুন্না বলেন, “আমরা নিশ্চিত সূত্রে জানতে পেরেছি, সেলিম আহমদকে বিএসএফ আটক করেছে। আমি বর্তমানে সিলেটে আছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারছি, তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, তবে তার বর্তমান অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।”

 

এদিকে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আসামের শ্রীভূমি (সাবেক করিমগঞ্জ) জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২২,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিএসএফ, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৩০ লাখ রুপি। এ সময় একজন বাংলাদেশি মাদক পাচারকারীকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।

 

জকিগঞ্জের লোহারমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার জহির আলম বলেন, “সেলিম আহমদ আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে ইয়াবা আনতে গিয়ে আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করে বিএসএফ। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”

 

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিচ্ছি। এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য বিজিবি ভালোভাবে অবগত থাকতে পারে।”