ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড়

  • Channel Jainta News 24
  • প্রকাশিত: ১০:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১২৩ পড়া হয়েছে
১৮

 

মঙ্গলবার ( ১৪ই অক্টোবর)  আর কয়েকদিন বাদেই দীপাবলি উৎসব, আর দীপাবলি মানেই আকাশে বাতাসে বারুদের গন্ধ, ঘরে ঘরে জ্বলবে প্রদীপ ও রং বেরঙের আলো এবং মোমবাতি। চলবে মন্দিরে মন্দিরে কালীর আরাধনা।

 

তাই এই উৎসবকে কেন্দ্র করেই মার্কেটে মার্কেটে সেজে উঠেছে আলো ও প্রদীপের রসনায়। জমে উঠেছে ক্রেতাদের ভীড়। রংবেরঙের আলো প্রদীপ ও মোমবাতি সাজিয়ে বসে আছেন ক্রেতারা, যত পুজো এগিয়ে আসছে মার্কেটে মার্কেটে ক্রেতাদের ভীড় জমে উঠেছে।

কালীপুজো আসলেই প্রতিবছর দেখা যায় নিত্যনতুন আলো, মোমবাতি ও প্রদীপের বাহার।

 

তবে ইদানীং আস্তে আস্তে দীপাবলিতে মানুষের বাড়িতে প্রায় মোমবাতি জ্বালানো কমে গিয়েছে।, তাহার পরিবর্তে জলে বিভিন্ন রকমের ইলেকট্রিক প্রদীপ ও রঙিন আলো। কালীপুজো দুদিন সুন্দরময় হয়ে ওঠে এলাকা গুলি।

 

কলকাতার নামকরা চাঁদনী মার্কেট থেকে শুরু করে, লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, বড়বাজার, গড়িয়া মার্কেট, জানবাজার মার্কেট, বেহালা মার্কেট থেকে শুরু করে একাধিক মার্কেট সেজে উঠেছে সুন্দর সুন্দর আলোয় এবং প্রদীপ ও মোমবাতিতে।

 

বিক্রে তাদের কাছে জানা গেল, রকমারি আলোর রকমারি দাম রয়েছে। আমাদের সব রকম দামের জিনিস রয়েছে। ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামের পর্যন্ত।

একইভাবে যাহারা পোড়া মাটির প্রদীপ ও অন্যান্য সামগ্রী নিয়ে বসে আছেন তাহারাও জানালেন, এক একটা জিনিসের উপর এক একটা দাম, ক্রেতারা যেমন পছন্দ করবেন সেই রকম জিনিসের উপর দাম আছে।, তবে কুড়ি টাকা থেকে শুরু করে 200, আড়াইশো, তিনশ টাকা দামেরও জিনিস রয়েছে।

 

তবে বিক্রেতাদের আশা এই বৎসর মনে হয় মার্কেট একটু ভালো যাবে অন্যান্য বারের তুলনায়, ক্রেতারা নতুন নতুন জিনিসের খোঁজ করছেন। নতুন জিনিস কেনার চেষ্টা করছেন, কে তারা বলেন প্রতিবারে একরকম আলো ভালো লাগেনা, তাই আমরা মার্কেটে এসে নিজেদের পছন্দমত জিনিস কিনে নিয়ে যাচ্ছি।

 

দীপাবলি উৎসবে ছোট থেকে বড় সবাই মেতে উঠবে আনন্দে, চতুর্দিকে ফাটবে রংবেরঙের আতশবাজি , ঘরে ঘরে ওপারায় পাড়ায় জ্বলবে রংবেরঙের আলো ও প্রদীপ।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

ট্যাগ:

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনি কমেন্ট করতে ইচ্ছুক?

সাংবাদিকদের তথ্য
ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

জনপ্রিয় সংবাদ

সিলেটে বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোচিং কোর্সের উদ্বোধন 

Follow for More!

প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড়

প্রকাশিত: ১০:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১৮

 

মঙ্গলবার ( ১৪ই অক্টোবর)  আর কয়েকদিন বাদেই দীপাবলি উৎসব, আর দীপাবলি মানেই আকাশে বাতাসে বারুদের গন্ধ, ঘরে ঘরে জ্বলবে প্রদীপ ও রং বেরঙের আলো এবং মোমবাতি। চলবে মন্দিরে মন্দিরে কালীর আরাধনা।

 

তাই এই উৎসবকে কেন্দ্র করেই মার্কেটে মার্কেটে সেজে উঠেছে আলো ও প্রদীপের রসনায়। জমে উঠেছে ক্রেতাদের ভীড়। রংবেরঙের আলো প্রদীপ ও মোমবাতি সাজিয়ে বসে আছেন ক্রেতারা, যত পুজো এগিয়ে আসছে মার্কেটে মার্কেটে ক্রেতাদের ভীড় জমে উঠেছে।

কালীপুজো আসলেই প্রতিবছর দেখা যায় নিত্যনতুন আলো, মোমবাতি ও প্রদীপের বাহার।

 

তবে ইদানীং আস্তে আস্তে দীপাবলিতে মানুষের বাড়িতে প্রায় মোমবাতি জ্বালানো কমে গিয়েছে।, তাহার পরিবর্তে জলে বিভিন্ন রকমের ইলেকট্রিক প্রদীপ ও রঙিন আলো। কালীপুজো দুদিন সুন্দরময় হয়ে ওঠে এলাকা গুলি।

 

কলকাতার নামকরা চাঁদনী মার্কেট থেকে শুরু করে, লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, বড়বাজার, গড়িয়া মার্কেট, জানবাজার মার্কেট, বেহালা মার্কেট থেকে শুরু করে একাধিক মার্কেট সেজে উঠেছে সুন্দর সুন্দর আলোয় এবং প্রদীপ ও মোমবাতিতে।

 

বিক্রে তাদের কাছে জানা গেল, রকমারি আলোর রকমারি দাম রয়েছে। আমাদের সব রকম দামের জিনিস রয়েছে। ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামের পর্যন্ত।

একইভাবে যাহারা পোড়া মাটির প্রদীপ ও অন্যান্য সামগ্রী নিয়ে বসে আছেন তাহারাও জানালেন, এক একটা জিনিসের উপর এক একটা দাম, ক্রেতারা যেমন পছন্দ করবেন সেই রকম জিনিসের উপর দাম আছে।, তবে কুড়ি টাকা থেকে শুরু করে 200, আড়াইশো, তিনশ টাকা দামেরও জিনিস রয়েছে।

 

তবে বিক্রেতাদের আশা এই বৎসর মনে হয় মার্কেট একটু ভালো যাবে অন্যান্য বারের তুলনায়, ক্রেতারা নতুন নতুন জিনিসের খোঁজ করছেন। নতুন জিনিস কেনার চেষ্টা করছেন, কে তারা বলেন প্রতিবারে একরকম আলো ভালো লাগেনা, তাই আমরা মার্কেটে এসে নিজেদের পছন্দমত জিনিস কিনে নিয়ে যাচ্ছি।

 

দীপাবলি উৎসবে ছোট থেকে বড় সবাই মেতে উঠবে আনন্দে, চতুর্দিকে ফাটবে রংবেরঙের আতশবাজি , ঘরে ঘরে ওপারায় পাড়ায় জ্বলবে রংবেরঙের আলো ও প্রদীপ।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ