
সিলেটে এয়ার টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, একই দিনে সকাল-বিকেলের ব্যবধানে সিলেট-ঢাকা রুটের টিকিটের দাম তিন হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে দশ হাজার টাকায়। বিষয়টি জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নজরে আসার পর তিনি কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বিভিন্ন নির্দেশনা উল্লেখ করে পরিপত্র জারি করে। কিন্তু সিলেটে নির্দেশনাসমূহ যথাযথভাবে মানা হচ্ছে না। উক্ত পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্য উল্লেখ করার নির্দেশনা থাকলেও সিলেটে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এ প্রেক্ষিতে পূর্বে জারিকৃত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে সকল ট্রাভেল এজেন্সিকে আবশ্যিকভাবে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও টিকিটের বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিখতে হবে।
আকাশপথের যাত্রীসাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কিনা বুঝে নিতে হবে। কোনভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না।
টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সাথে কোন ট্রাভেল এজেন্সির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে উক্ত ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Channel Jainta News 24 





















